Paschim Bardhaman: নাশকতার পর স্বাভাবিক আসানসোল ডিভিশনে রেল পরিষেবা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বেশকিছু লোকাল ট্রেন পরিষেবা বাতিল করা হয়। রাজধানী সহ বেশকিছু ট্রেনের রুট বদল করা হয়। তবে দ্রুত গতিতে মেরামতের পর আবার স্বাভাবিক হয়েছে পরিষেবা।
পশ্চিম বর্ধমানঃ গিরিডি চাচকি এলাকায় নাশকতার পর ফের স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। মেরামতের পর আসানসোল ডিভিশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আপাতত নির্দিষ্ট রুটে, নির্দিষ্ট সময়ে সমস্ত ট্রেন চলাচল করছে, এমনটাই জানিয়েছেন আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক। রেললাইনে বিস্ফোরণের পর কিছুটা ব্যাহত হয়েছিল ওই ডিভিশনের ট্রেন চলাচল। বেশকিছু লোকাল ট্রেন পরিষেবা বাতিল করা হয়। রাজধানী সহ বেশকিছু ট্রেনের রুট বদল করা হয়। তবে দ্রুত গতিতে মেরামতের পর আবার স্বাভাবিক হয়েছে পরিষেবা। যেকোনো রকম দুর্ঘটনা এবং নাশকতা এড়াতে, ওই জায়গায় কড়া নজর রয়েছে রেল পুলিশ এবং পুলিশ প্রশাসনের। গিরিডি এলাকায় বিস্ফোরণের পর কিভাবে খবর পায় রেলপুলিশ? কি কি পদক্ষেপ করা হয়েছিল তারপরে, তা জানিয়েছেন রেল পুলিশের এক বড়কর্তা।
Location :
First Published :
January 28, 2022 10:36 AM IST
