West Bardhaman News- পাঁচ ভোটের ব্যবধানে জিতে কাউন্সিলর হতে চলেছেন টোটো চালক

Last Updated:

তাদের ওয়ার্ডের অন্যতম ব্যস্ত রাস্তায় কোনো আলোর ব্যবস্থা নেই। ফলে রাতে যাতায়াত করতে সমস্যা হয় এলাকাবাসীর। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তাই কাউন্সিলর পদে শপথ নেওয়ার পরে তার প্রথম কাজ হবে রাস্তায় আলোর ব্যবস্থা করা

+
আসানসোলের

আসানসোলের ১০৩ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী তারকনাথ ধীবর।

#পশ্চিম বর্ধমান- রাজনীতির ময়দানে তিনি একেবারে আনকোরা। টোটো চালিয়ে কোনরকমে সংসার চালান তিনি। সেই মানুষটাই এবার একটি ওয়ার্ড চালানোর দায়িত্ব নিতে চলেছেন। শপথ নিতে চলেছেন কাউন্সিলর হিসেবে। আসানসোল পুরসভার ১০৩ নম্বর ওয়ার্ড পদ্ম প্রতীকে প্রার্থী হয়েছিলেন তারকনাথ ধীবর। পেশায় তিনি টোটো চালক। যদিও তার ভোটে জয়ের ব্যবধান খুবই কম। মাত্র পাঁচ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে জয় পেয়েছেন তারকনাথ ধীবর। সেই তিনি শপথ নেবেন ১০৩ নম্বর ওয়ার্ডের পৌর পিতা হিসেবে। যে দুটো হাত দিয়ে তিনি এতদিন টোটো চালিয়ে সংসার চালাতেন, এবার সেই দুটো হাত দিয়েই তিনি চালাবেন আস্ত একটা ওয়ার্ড।
প্রাথমিকভাবে শপথ নেওয়ার আগে তার লক্ষ্য এলাকার রাস্তায় আলোর ব্যবস্থা করা। টোটো চালক কাউন্সিলর বলেছেন, তাদের ওয়ার্ডের অন্যতম ব্যস্ত রাস্তায় কোন আলোর ব্যবস্থা নেই। ফলে রাতে যাতায়াত করতে সমস্যা হয় এলাকাবাসীর। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তাই কাউন্সিলর পদে শপথ নেওয়ার পরে তার প্রথম কাজ হবে রাস্তায় আলোর ব্যবস্থা করা। পরবর্তী বছরগুলিতে ১০৩ নম্বর ওয়ার্ডের উন্নতিসাধনের কাজ চালিয়ে যাবেন বলে দাবি করেছেন তিনি।
advertisement
পাশাপাশি তিনি বলেন, ভোটের ব্যবধান অল্প হলেও, জয়কে জয় হিসেবেই দেখছেন তিনি। তার বিপক্ষে প্রার্থী স্থানীয় এলাকার বাসিন্দা না হওয়ায়, এলাকার মানুষ তার ওপর ভরসা রেখেছেন। সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেনি তারকনাথ ধীবর।
advertisement
নিজের প্রচার অভিনবভাবে করেছিলেন ১০৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী তারকনাথ ধীবর। নিজেই টোটো চালিয়ে প্রচার করেছিলেন তিনি। আসানসোলের ১০৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির সঙ্গে। দুজনেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে গণতন্ত্রের মুখ হিসেবে উঠে আসছেন। এবার সেই তারকনাথ ধীবর শপথ নেবেন পুরসভার একজন কাউন্সিলর হিসেবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- পাঁচ ভোটের ব্যবধানে জিতে কাউন্সিলর হতে চলেছেন টোটো চালক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement