Paschim Bardhaman: রাত পোহালেই আসানসোলে উপনির্বাচন

Last Updated:

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোট তিনটি ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে। প্রথম ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে।

+
ভোট

ভোট সামগ্রী গ্রহণ করে বুথে যাওয়ার অপেক্ষায় বসে এক ভোটকর্মী।

আসানসোল, পশ্চিম বর্ধমান : রাত পোহালেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। পুরো আসানসোল লোকসভা কেন্দ্র জুড়ে সাজো সাজো রব নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনকে কেন্দ্র করে তৎপর জেলা প্রশাসন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রয়েছে পুরো জেলাজুড়ে। সীমান্ত এলাকা গুলি এবং শহরের আভ্যন্তরীণ নিরাপত্তার দিকে বিশেষ নজর রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। সকাল থেকেই ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে ভোট কর্মীদের লাইন। ১২ এপ্রিল মঙ্গলবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে সোমবার সকাল থেকে আসানসোল এর বিভিন্ন ডিসিআরসি সেন্টারে লাইন দিয়েছেন ভোট কর্মীরা। সকাল ন'টা থেকে শুরু হয়েছে ভোট সামগ্রী বিতরনের কাজ। বিভিন্ন ভোট কর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে এবং ভোট সামগ্রী গ্রহণ করে রওনা দিচ্ছেন নির্দিষ্ট বুথের দিকে। ডিসিআরসি সেন্টারগুলিতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের যেমন ব্যবস্থা করা হয়েছে, তেমন ভাবে এই গরমের হাত থেকে ভোট কর্মীদের কিছুটা রেহাই দিতে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোট তিনটি ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে। প্রথম ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। এই কেন্দ্র থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্র, অর্থাৎ কুলটি, আসানসোল উত্তর , আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত বুথগুলির ভোট সামগ্রী বিতরণ করা হচ্ছে। দ্বিতীয় ডিসিআরসি সেন্টার করা হয়েছে ধাদকা পলিটেকনিক কলেজে। এই ডিসিআরসি সেন্টার থেকে জামুরিয়া এবং বারাবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুথগুলির ভোট সামগ্রী বিতরণ করা হচ্ছে। অন্যদিকে রানীগঞ্জের মঙ্গলপুরে করা হয়েছে আরও একটি ডিসিআরসি সেন্টার। এই সেন্টার থেকে রানীগঞ্জ এবং পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার বুথগুলির জন্য ভোট সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনটি ডিসিআরসিসেন্টার থেকে ভোট কর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে নির্দিষ্ট বুথের দিকে রওনা দিচ্ছেন। এরপর শুধু অপেক্ষা নির্বাচনের। মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব।
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: রাত পোহালেই আসানসোলে উপনির্বাচন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement