West Bardhaman News- রাজ্যজুড়ে দলের সাফল্যে নির্বাচনহীন আসানসোলে বিজয় উল্লাস তৃণমূলের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
এই ১০৮ টি নির্বাচনের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার পৌরসভা ছিল না। তা সত্ত্বেও রাজ্যজুড়ে যেভাবে তৃণমূলের প্রার্থীরা সাফল্য পেয়েছেন, তা উদযাপন করতে পশ্চিম বর্ধমান জেলাতে দেখা গেল আবিরের ছড়াছড়ি
#পশ্চিম বর্ধমান- রাজ্যের ১০৮ টি পুরসভার ফল গণনা হচ্ছে আজ বুধবার। রাজ্যজুড়ে বেশিরভাগ জায়গাতেই সবুজ ঝড় উঠেছে দিকে দিকে। ব্যাপক সাফল্য পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। গণনা যত এগোচ্ছে রাজ্যের পুরসভাগুলি ঘাসফুল শিবিরের দখলে চলে যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। এমত অবস্থায় রাজ্যজুড়ে বিজয় উল্লাসে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সবুজ আবিরে ভরে উঠছে রাস্তা। দলের এই অভূতপূর্ব সাফল্যে উল্লাসের ছবি দেখা গেল আসানসোলে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে সাফল্য পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। তারপর রাজ্যজুড়ে ১০৮ টি পুরসভার নির্বাচনের ফলাফলে তৃণমূলের সেই সাফল্য উদযাপন করতে আসানসোলের হটন রোড মোড়ে দেখা গেল বিজয় মিছিল। জেলা তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওলিয়ার নেতৃত্বে বিজয় মিছিল হল। সবুজ আবির ও দলীয় পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেল তৃণমূলের কর্মী সমর্থকদের।
উল্লেখ্য এই ১০৮ টি নির্বাচনের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার পৌরসভা ছিল না। তা সত্ত্বেও রাজ্যজুড়ে যেভাবে তৃণমূলের প্রার্থীরা সাফল্য পেয়েছেন, তা উদযাপন করতে পশ্চিম বর্ধমান জেলাতে দেখা গেল আবিরের ছড়াছড়ি। এ বিষয়ে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেছেন, রাজ্যজুড়ে পৌরসভার ফলাফলে শুধুই তৃণমূলের জয়জয়কার। কার্যত বিরোধীরা সবুজ ঝড়ের কাছে উড়ে গিয়েছে। সেই সাফল্য উদযাপন করতে রাস্তায় নেমেছেন দলের কর্মী সমর্থকরা। এদিন দেখা গিয়েছে তৃণমূলের দলীয় পতাকা হাতে সবুজ আবির নিয়ে রাস্তায় নেমে পড়েছিলেন তৃণমূলের নেতা, কর্মী সমর্থকরা। শুধুমাত্র আসানসোল নয়, রাজ্যের অন্যান্য জায়গাগুলির মত পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গাতেও দেখা গিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। দলীয় কার্যালয় থেকে রাস্তার বিভিন্ন মোড়ে দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের সেলিব্রেশন।
view commentsLocation :
First Published :
March 02, 2022 12:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- রাজ্যজুড়ে দলের সাফল্যে নির্বাচনহীন আসানসোলে বিজয় উল্লাস তৃণমূলের
