Asansol Byelection : তীব্র গরমে নাজেহাল হয়ে ডিসিআরসি সেন্টারে অসুস্থ হয়ে পড়লেন তিনজন ভোটকর্মী; আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তারা

Last Updated:

গরমে অসুস্থ হয়ে পড়া ওই তিনজন ভোট কর্মীকে আপাতত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়েছে

+
অসুস্থ

অসুস্থ ভোট কর্মীদের মেডিকেল টিমের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে জেলা হাসপাতালে।

#আসানসোল-  তীব্র গরমকে উপেক্ষা করে এসেছিলেন নির্বাচনের কাজে যোগ দিতে। অপেক্ষা করছিলেন ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে। কিন্তু তীব্র গরমের দাপটে নাজেহাল হয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনজন ভোট কর্মী। গরমে অসুস্থ হয়ে পড়া ওই তিনজন ভোট কর্মীকে আপাতত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়েছে। কমিশনের তরফ থেকে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রগুলিতে জল, ফ্যানের ব্যবস্থা করা হলেও, বেশ কয়েকজন ভোট কর্মী গরমের দাপট সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন।
উল্লেখ্য, আগামীকাল ১২ তারিখ আসানসোল লোকসভার উপনির্বাচন। আগের দিন সোমবার ডিসিআরসি কেন্দ্রে ভিড় করেছিলেন ভোট কর্মীরা। কিন্তু গরমের জেরে তিনজন ভোট কর্মী অসুস্থ হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসিআরসি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব নিতে আসেন হীরাপুর থানার ইসমাইল ৬০ ফুট রোডের বাসিন্দা ৫২ বছরের পুলক রক্ষিত। গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন বিতরণ কেন্দ্রে থাকা মেডিক্যাল টিমের গাড়ি তাকে জেলা হাসপাতালে ভর্তি করে।
advertisement
অন্যদিকে, আসানসোল পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিসিআরসি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব নিতে আসেন বাঁকুড়া জেলার বড়জোড়া কুলডিহার বাসিন্দা ৫৮ বছরের ভোলানাথ কর্মকার। গরমে দাঁড়িয়ে থাকার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। সেখানে উপস্থিত মেডিক্যাল টিমের গাড়ি ভোলানাথ কর্মকারকে জেলা হাসপাতালে ভর্তি করে। তাছাড়াও পূর্ব বর্ধমান জেলার রায়নার বাসিন্দা ১৯ বছরের ঋষি ব্যানার্জী ভোট কর্মী হিসাবে রবিবার রাত্রে ধাদকা পলিটেকনিক ইনস্টিটিউটে আসেন। কিন্তু সোমবার সকাল থেকে তার পেট ব্যাথা ও ডিহাইড্রেশন হয়ে যায়। তাকেও ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে থাকা মেডিক্যাল টিমের সাহায্যে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অসুস্থ হয়ে পড়া ওই তিনজন ভোট কর্মীর অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol Byelection : তীব্র গরমে নাজেহাল হয়ে ডিসিআরসি সেন্টারে অসুস্থ হয়ে পড়লেন তিনজন ভোটকর্মী; আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তারা
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement