West Bardhaman News: চুরি করতে এসে স্কুটি ফেলে পালালো চোর!

Last Updated:

দুই চোর ধরা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে নিজেদের স্কুটি ফেলে পালিয়ে যায়।

+
title=

পশ্চিম বর্ধমান: তখনও ঘুম ভাঙেনি পরিবারের বাকি সদস্যদের। কিন্তু হঠাৎ খুট খুট করে অন্যরকম একটা আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় গৃহকর্ত্রী ছুটকি দাসের। আর উঠেই তিনি যা দেখলেন তাতে চক্ষু চড়কগাছ হ‌ওয়ার জোগাড়। দেখেন দুটো চোর ঘরের আলমারি ভেঙে লুটপাট চালাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি তাদের ঠেকাতে ছুটে গেলে বিষয়টি টের পেয়ে যায় চোরেরা। এক চোর তো ওমনি জানালা টপকে পালিয়ে যায়। তবে অপরজনকে ধরে ফেলেন ছুটকিদেবী। কিন্তু কোনরকমে হাত ছাড়িয়েপালিয়ে যায় সেও। তবে আসানসোলের এই বাড়িতে চুরি করতে এসে লোকসান‌ও হয়েছে ওই চোরেদের। কারণ গৃহকর্ত্রী জেগে যাওয়ায় যে স্কুটিতে করে তারা এসেছিল সেটা প্রাণ বাঁচাতে ফেলে রেখে পালায়।
আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেপুর এলাকার এক সরকারি কর্মচারীর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চুরি করতে এসে দুই চোর ধরা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে নিজেদের স্কুটি ফেলে পালিয়ে যায়। যদিও চুরির চেষ্টা ব্যর্থ হয়নি তাদের। বাড়ির আলমারি ভেঙে সোনার গয়না সহ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে গিয়েছে তারা। এদিকে ছুটকি দাস জানিয়েছেন, দুই চোরের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন। সে প্রায় দিনই ওই এলাকায় প্রাতঃভ্রমণের জন্য আসে।
advertisement
advertisement
মঙ্গলবার সাত সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফতেপুর এলাকায়। দুই চোর পালিয়ে যাওয়ার পরই খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। ইতিমধ্যেই দুই চোরের ফেলে যাওয়া স্কুটির সূত্র ধরে তাদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: চুরি করতে এসে স্কুটি ফেলে পালালো চোর!
Next Article
advertisement
Ganga Sagar Mela 2026: মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর
মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর
  • মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! 

  • মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর

  • গঙ্গাসাগর মেলায় ভাইরাল ‘লাইট বাবা’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement