Paschim Bardhaman: সিসিটিভি ক্যামেরা বন্দি মন্দিরে চুরি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক চোর চুপিসারে এসে তুলে নিয়ে গিয়েছে মন্দিরের দান বাক্স। রাস্তাঘাটে জনমানুষের দেখা না পাওয়া গেলেও, ওই চোর বুঝতে পারেনি তার দিকে তাকিয়ে রয়েছে একটি সিসিটিভি ক্যামেরা।
আসানসোল: সিসিটিভি ক্যামেরায় বন্দি হল চোর। হনুমান মন্দির থেকে চুরি করতে গিয়ে সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে চোর। পুরো চুরির ঘটনাটিও বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত একটি পঞ্চমুখী হনুমান মন্দিরে চুরির ঘটনাটি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক চোর চুপিসারে এসে তুলে নিয়ে গিয়েছে মন্দিরের দান বাক্স। রাস্তাঘাটে জনমানুষের দেখা না পাওয়া গেলেও, ওই চোর বুঝতে পারেনি তার দিকে তাকিয়ে রয়েছে একটি সিসিটিভি ক্যামেরা। পুরো চুরির ঘটনাটি ক্যামেরা বন্দি হয়েছে। মধ্য রাতের দিকে এই চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের সামনে লাগানো একটি বিদ্যুতের খুঁটিতে ছিল সিসিটিভি ক্যামেরারি। সেই ক্যামেরা চুরির ঘটনা রেকর্ড হয়েছে। দেখা গিয়েছে, মন্দিরের পিছনের দিকের গেটের তালা ভেঙ্গে দানবাক্স নিয়ে উধাও হয়ে গিয়েছে ওই চোর। কয়েক মিনিটের মধ্যেই সম্পূর্ণ কাণ্ডটি ঘটিয়েছে সে। চুরি যাওয়া ওই দান বাক্সে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ছিল বলে অনুমান করা হচ্ছে। হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরের মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার জেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। চোরকে শনাক্ত করতে যাতে গোয়েন্দাদের সুবিধা হয়, তার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ। স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, চোরকে ধরে শাস্তি দেওয়া উচিত। কারণ মন্দিরের মতো জায়গা যদি সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষ আর নিজেদের সুরক্ষিত মনে করতে পারবেন না। তবে সিসিটিভি ক্যামেরায় চোরের চুরির কেরামতি দেখে হতবাক গোয়েন্দারা। খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো কাজটি করেছে অভিযুক্ত ওই চোর। যা দেখে রীতিমতো হতবাক সকলেই।
Location :
First Published :
February 18, 2022 11:17 AM IST
