Kali Puja 2023: একসময় ছিল মহাশ্মশান! জেলার শেষ প্রান্তে রয়েছে দেবী ছিন্নমস্তার মন্দির
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
পশ্চিম বর্ধমান জেলার পুরুলিয়া রোডের ডিসেরগড়ে রয়েছে দেবী ছিন্নমস্তার মন্দির। এই মন্দিরে দেবীর নিত্য পুজো হয়। তবে বিশেষ পুজো হয় মঙ্গলবার এবং শনিবার। মন্দিরে বহু ভক্তের ভিড় হয়
পশ্চিম বর্ধমান: একসময় ঘন জঙ্গলে ঘেরা ছিল গোটা এলাকা। ছিল মহাশ্মশান। সেই মহাশ্মশানে শুরু হয়েছিল দেবীর আরাধনা। পাথর কেটে তৈরি হয়েছিল মন্দির। সে বহুকাল আগের কথা। বর্তমানে নতুন মন্দির তৈরি হয়েছে। কিন্তু পুরনো পাথরের মন্দিরের বেদিতে এখনও পুজো পান দেবী ছিন্নমস্তা। জেলার শেষ প্রান্তের মানুষের কাছে রক্ষাকর্তী হয়ে দাঁড়িয়ে আছেন তিনি।
আরও পড়ুন: মালদহে গ্রাহকদের কাছে সামগ্রী কিনে নিচ্ছেন রেশন ডিলারই! রেশন সামগ্রী না নিলে মিলছে নগদ টাকা
পশ্চিম বর্ধমান জেলার পুরুলিয়া রোডের ডিসেরগড়ে রয়েছে দেবী ছিন্নমস্তার মন্দির। এই মন্দিরে দেবীর নিত্য পুজো হয়। তবে বিশেষ পুজো হয় মঙ্গলবার এবং শনিবার। মন্দিরে বহু ভক্তের ভিড় হয়। দীপান্বিতা অমাবস্যায় দেবীর বিশেষ পুজোর আয়োজন করা হয়। দেবীর শৃঙ্গার হয়। দেবীকে নিবেদন করা হয় বিশেষ ভোগ। অমাবস্যার এই বিশেষ পুজোর সাক্ষী হতে ভক্তদের ভিড় উপচে পড়ে।
advertisement
advertisement
জেলায় রয়েছে একাধিক কালী মন্দির। কিন্তু দেবী মহামায়ার উগ্ররূপী ছিন্নমস্তার মন্দির খুব বেশি লক্ষ্য করা যায় না। জেলায় হাতে গোনা যে কয়েকটি ছিন্নমস্তার মন্দির আছে, তার মধ্যে ডিসেরগড়ের এই মন্দির অন্যতম। এই মন্দির একসময় ঘন জঙ্গলে ঢাকা ছিল। দেবীর সাধক এবং সেবাইত এসে এই মন্দিরে পুজো করতেন। পাথরের মন্দিরেই দীর্ঘদিন পুজো হয়েছে।
advertisement
কুলটির তৎকালীন বিধায়ক ১৯৮৪ সালে স্বপ্নাদেশ পেয়ে দেবীর নতুন মন্দির তৈরি করে দেন। কিন্তু দেবীর পুরনো মন্দিরের পাথরের বেদী আজও রয়েছে। সেখানেই পুজো হয় এখনও। দেবী ছিন্নমস্তার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মাঘী পূর্ণিমায়। তবে দীপান্বিতা অমাবস্যায় যে পুজোর আয়োজন করা হয়, তা দেখার মত। ভক্তদের বিশ্বাস, দেবীর কাছে করা মানত কখনও বিফলে যায় না। পূরণ হয় সমস্ত মনষ্কামনা। তাই প্রতিদিনই বহু ভক্তদের লেগে থাকে এখানে।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2023 1:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Kali Puja 2023: একসময় ছিল মহাশ্মশান! জেলার শেষ প্রান্তে রয়েছে দেবী ছিন্নমস্তার মন্দির