Paschim Bardhaman: ছাত্র বিক্ষোভে উত্তাল দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি

Last Updated:

অনলাইনে পরীক্ষার দাবি তুলে কলেজের মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা। অফলাইনের বদলে অনলাইন পরীক্ষা নিতে হবে, এই দাবি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না মেলায়, আন্দোলনের পথে নেমেছেন পড়ুয়ারা।

+
এনআইটি

এনআইটি মূল গেটের সামনে বসে ছাত্রদের বিক্ষোভ।

দুর্গাপুর: ছাত্র বিক্ষোভের উত্তাল হল দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। অনলাইনে পরীক্ষার দাবি তুলে কলেজের মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা। অফলাইনের বদলে অনলাইন পরীক্ষা নিতে হবে, এই দাবি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না মেলায়, আন্দোলনের পথে নেমেছেন পড়ুয়ারা। যা নিয়ে রীতিমতো উত্তর হয়েছে এনআইটি চত্বর। জানা গিয়েছে, আগামী মাসের ১৮ তারিখ থেকে অফলাইনে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষ। কিন্তু পড়ুয়াদের দাবি, প্রায় দু'বছর ধরে অনলাইনে ক্লাস হচ্ছে। ল্যাব হচ্ছে অনলাইনে। আর সপ্তাহ তিনেক পরে পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে অফলাইনে। এক্ষেত্রে পড়ুয়াদের দাবি, অনলাইনে ক্লাস হওয়ার ফলে এখনও পর্যন্ত সিলেবাস সম্পূর্ণভাবে শেষ হয়নি। বেশিরভাগ ল্যাব হয়েছে অনলাইনে। তাছাড়াও অনেক ছাত্র ক্যাম্পাসে এসে হাজির হলেও, এখনও বেশিরভাগ ক্লাস অনলাইনে চলছে। ফলে অফলাইন পরীক্ষা দিতে পড়ুয়ারা মানসিকভাবে প্রস্তুত নন। অফলাইনে পরীক্ষা দিয়ে নম্বর কম পেলে, তা ক্যারিয়ারের জন্য ক্ষতিকর হতে পারে। তাই অফলাইনের বদলে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের মূল গেটের সামনে। পড়ুয়াদের আরও দাবি, যতক্ষণ পর্যন্ত না এই ঘটনার কোনো সুরাহা মিলিবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। যদিও এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের এক আধিকারিক ফোনে জানিয়েছেন, ইতিমধ্যেই পড়ুয়াদের সঙ্গে আলোচনা হয়েছে। পড়ুয়ারা তাদের কাছে সন্তানের মত। তাই আলোচনার মাধ্যমেই এই সমস্যা তারা মিটিয়ে ফেলবেন। যদিও পড়ুয়ারা বলছেন, আইআইটির মত সংস্থান যদি অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করতে পারে, তাহলে এনআইটি কর্তৃপক্ষ কেন অফলাইন পরীক্ষার দাবিতে কর্তৃপক্ষ অনড় থাকছে।
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: ছাত্র বিক্ষোভে উত্তাল দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement