West Bardhaman News- শুধু প্রকল্প নয়, এবার জনপ্রিয় হচ্ছে 'দুয়ারে সরকার' লোকগান
- Published by:Samarpita Banerjee
Last Updated:
দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প মাতিয়ে তুলছেন বাউল গানের শিল্পীরা। গানের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, মানুষের চিন্তা দূর করতে মানুষের দরজায় সরকারি প্রকল্পগুলি এসে পৌঁছাচ্ছে
#পশ্চিম বর্ধমান- রাজ্যজুড়ে আবার শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় আয়োজন করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের। মানুষের সমস্যা মানুষের দোরগোড়ায় মিটিয়ে ফেলতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে আসার জন্য মানুষকে আহ্বান জানানো হচ্ছে। এই নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে তাদের সমস্যা নিয়ে আসার জন্য। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বাড়ির দোরগোড়ায় মানুষের হাতে পৌঁছে দিতে এই দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময়ে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হচ্ছে।
সেখানে সাধারণ মানুষের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পগুলিকে কেন্দ্র করে বর্ণাঢ্য রঙিন ছবি দেখা যাচ্ছে। কোন দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে দেখা যাচ্ছে আদিবাসী নৃত্য, মাদলের তাল।কোথাও আবার দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প মাতিয়ে তুলছেন বাউল গানের শিল্পীরা। জেলার এমনই এক দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে নিজের বাধা গান শুনিয়েছেন এক বাউল শিল্পী। দুয়ারে সরকার প্রকল্প নিয়ে গান বেধেছেন তিনি। এই 'দুয়ারে সরকার' বাউল গান মনে দাগ কাটছে নেটিজেনদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরছে এই গান। দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে নিজের বাধা ওই গান শুনিয়েছেন শিল্পী। দুয়ারে সরকার গানের মাধ্যমে ওই শিল্পী সাধারণ মানুষকে ক্যাম্পে আসার আহ্বান জানিয়েছেন। গানের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, মানুষের চিন্তা দূর করতে মানুষের দরজায় সরকারি প্রকল্পগুলি এসে পৌঁছাচ্ছে। তাই সেই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে মানুষকে দুয়ারে সরকার ক্যাম্পে আসার আবেদন জানানো হয়েছে ওই গানের মাধ্যমে।
Location :
First Published :
February 18, 2022 3:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- শুধু প্রকল্প নয়, এবার জনপ্রিয় হচ্ছে 'দুয়ারে সরকার' লোকগান