Paschim Bardhaman: উৎসবের দিনে আসানসোল গ্রাম উপহার পেল এক টুকরো শান্তিনিকেতন

Last Updated:

দোলযাত্রার দিনে এক টুকরো শান্তিনিকেতন উপহার পেল আসানসোল গ্রাম। স্থানীয়দের উদ্যোগে এক দিনের জন্য শান্তিনিকেতন উপহার পেয়েছেন আসানসোল পৌরসভার অন্তর্গত আসানসোল গ্রামের বাসিন্দারা।

+
দোলযাত্রার

দোলযাত্রার শোভাযাত্রায় রাধাকৃষ্ণ সাজে দুই খুদে।

আসানসোল: দোলযাত্রার দিনে এক টুকরো শান্তিনিকেতন উপহার পেল আসানসোল গ্রাম। স্থানীয়দের উদ্যোগে এক দিনের জন্য শান্তিনিকেতন উপহার পেয়েছেন আসানসোল পৌরসভার অন্তর্গত আসানসোল গ্রামের বাসিন্দারা। দীর্ঘ ১৬ বছর ধরে হয়ে আসছে এই আয়োজন। তবে বিগত দুবছর অতিমারির জন্য উদ্যোগে ভাটা পড়ে ছিল। তবে এ বছর সংক্রমণ আয়ত্তে আসতেই আবার বসন্তের রঙে রঙিন হয়েছে আসানসোল গ্রাম। সেখানে বিগত ১৬ বছরের মতো আয়োজন করা হয়েছিল দোলযাত্রার। আর সেই দোলযাত্রাকে কেন্দ্র করে এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া পেয়েছে এলাকার বাসিন্দারা। দোলযাত্রার দিন বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল আসানসোল গ্রামে। ছিল শোভাযাত্রার আয়োজন। সেখানে স্থানীয় মহিলাদের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি ছোট ছোট ছেলেমেয়েদের নানান সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। পুরুষদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। শোভাযাত্রা ছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আবির খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে সকলকে। সবকিছুই করা হয়েছিল শান্তিনিকেতনের বসন্ত উৎসব এর আদলে। যে কারণে আসানসোল গ্রামের বাসিন্দারা দোলযাত্রার দিনে এক টুকরো শান্তিনিকেতন উপহার পেয়েছেন। দু'বছর পরে আবার পুরনো আমেজে দোলের আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তারা। পুরনো আমেজ ফিরে পেয়ে খুশি স্থানীয়রাও। দোলের আনন্দে মেতে উঠেছিলেন সকলেই। অংশগ্রহণ করেছিলেন অনুষ্ঠানে। তবে শুধু আসানসোল গ্রাম নয়, শহরের অন্যান্য জায়গাতেও ধরা পড়েছে নানা রঙের ছবি বিশেষ করে আসানসোলের অন্যতম ব্যস্ত জায়গা বিএনআর মোড়ে শহরবাসীকে রাস্তায় নেমে আবির খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে।সেখানে নাচ গান পরিবেশন করতে দেখা গিয়েছে অনেককে। সব মিলিয়ে রঙের উৎসবের দিনে নানান রঙিন চিত্র উপহার পেয়েছে এই খনি শহর।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: উৎসবের দিনে আসানসোল গ্রাম উপহার পেল এক টুকরো শান্তিনিকেতন
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement