Sawan-Lord Shiva: শিব মন্দিরে বাটি বাটি দুধ খাচ্ছে মূর্তি! শ্রাবণ মাসেই কেন? বিজ্ঞান নাকি ভক্তি!

Last Updated:

Sawan-Lord Shiva: বাটি বাটি দুধ খেয়ে নিচ্ছেন ভগবান! শ্রাবণ মাসে ঘটছে শিবের লীলা-খেলা!

+
title=

পশ্চিম বর্ধমান : এক অবাক কাণ্ড দুর্গাপুরে। নন্দী মহারাজের সামনে দুধের বাটি ধরলেই, তা নিমেষে শেষ হয়ে যাচ্ছে। শ্রাবণ মাসে শিব মন্দিরের এমন ঘটনায় ঝাঁকে ঝাঁকে আসছেন ভক্তরা। দুর্গাপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কমলাপুর এলাকা। সেখানে দুগ্ধ পান করতে দেখা যাচ্ছে নন্দী মহারাজের মূর্তিকে। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আর খবর পাওয়া মাত্রই পূণ্য লাভের আশায় মন্দিরে যাচ্ছেন ভক্তরা। দুধ পান করাচ্ছেন নন্দী মূর্তিকে। শিব মন্দিরে চলছে পুজোপাঠ।
জানা গিয়েছে, কমলাপুরের ওই মন্দিরটি তৈরি হয়েছে ২০২০ সালে। মন্দিরে রয়েছে শিবলিঙ্গ এবং পাথরের নন্দী মূর্তি। শ্রাবণ মাস ঢুকতেই কমলাপুর এলাকার ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন স্থানীয় এক মহিলা। পুজো দেওয়ার সময় তিনি লক্ষ্য করেন, নন্দী মহারাজের সামনে দুধের বাটি ধরতেই তা শেষ হয়ে যাচ্ছে। খুব দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মানুষজন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমাতে শুরু করেন। বাইরে থেকেও বিভিন্ন ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসছেন। ঘটনার পর থেকেই মন্দিরে পূজা পাঠ চলছে। শিবলিঙ্গের অভিষেক হচ্ছে। আর সবাই বাটি, গ্লাসে দুধ নিয়ে ধরছেন নন্দী মহারাজের সামনে।
advertisement
advertisement
আরও পড়ুন: 
তবে বিজ্ঞান মঞ্চের সদস্যরা এই ঘটনায় অলৌকিক কিছু ব্যাপার দেখতে পাচ্ছেন না। পদার্থবিদ্যার এক শিক্ষক জানিয়েছেন, এই ধরনের ঘটনা ক্যাপিলারি অ্যাকশন বা সারফেস টেনশনের জন্য হয়। পাথরের তৈরি মূর্তি খুব মসৃণ হলেও সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছিদ্র থেকে যায়। আর সেখানে জল অথবা দুধ নিয়ে যাওয়া হলে, তা শুষে নেয়। সেজন্যই ওই শিব মন্দিরে এমন ঘটনা হচ্ছে বলে ধারণা বিজ্ঞান মঞ্চের সদস্যদের।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Sawan-Lord Shiva: শিব মন্দিরে বাটি বাটি দুধ খাচ্ছে মূর্তি! শ্রাবণ মাসেই কেন? বিজ্ঞান নাকি ভক্তি!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement