West Bardhaman News : বিএসএনএল অফিসে দুঃসাহসিক ডাকাতি, ব্যাপক মারধর দুই কর্মীকে

Last Updated:

রাতের অন্ধকারে পানাগড়ের বিএসএনএল অফিসে দুঃসাহসিক ডাকাতি। নাইট শিফটে কাজ করা দুই কর্মীকে বেঁধে বেধড়ক মার ডাকাত দলের

+
ভারত

ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৪জি নেটওয়ার্ক নিয়ে বহু দিন ধরে আলোচনা চলছে। সম্প্রতি পাওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানি তাদের ৪জি পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে এবং এটি জানুয়ারি থেকে শুরু হতে পারে।

#পশ্চিম বর্ধমান: বিএসএনএল কার্যালয়ে ভয়াবহ ডাকাতি! পশ্চিম বর্ধমানের পানাগড়ের ঘটনা। এই ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতের এই ঘটনায় এখনও পর্যন্ত ডাকাতদের ধরতে পারেনি পুলিশ।
পানাগড়ের বিএসএনএল অফিসে সোমবার রাতে হঠাৎই হানা দেয় একদল ডাকাত। শুধু ডাকাতি নয়, নাইট শিফটে কর্মরত দুই কর্মীকে বেঁধে রেখে ব্যাপক মারধর করেছে ডাকাতরা। বিএস‌এন‌এলের কর্মরত দুইকর্মীকে ডাকাতরা প্রথমে বেঁধে ফেলে বলে জানা গিয়েছে। এরপর তাদের লাঠিপেটা করা হয় বলে জানিয়েছেন আক্রান্ত কর্মীরা। এমনকি ওই দুই বিএস‌এন‌এল কর্মীকে গুলি করে খুনের হুমকিও দেওয়া হয়।
advertisement
advertisement
সূত্রের খবর, সোমবার গভীর রাতে কয়েকজন সদস্যের ডাকাত দল হঠাৎ হামলা করে পানাগড়ের বিএসএনএল অফিসে। সেই সময় অফিসে দু'জন কর্মী ছিলেন। ডাকাত দলের সদস্যরা প্রথমেই ওই দুই কর্মীকে বেঁধে ফেলে। তারপর শুরু হয় লুটপাট। ঘটনার ভয়াবহ বিবরণ দিতে গিয়ে এক কর্মী জানান, তাঁদের বেঁধে রেখে ব্যাপক মারধর করে ডাকাতরা। এমনকি অফিসের ফোন রিং হলেও তাঁদেরকে মারধর করা হয়। বেশ কিছুক্ষণ লুটপাট চালিয়ে ডাকাত দলের সদস্যরা এলাকা ছাড়ে। পুলিশ সূত্রে খবর, ডাকাতির কাজে ব্যবহৃত লরিটি ১১ মাইল এলাকা থেকে আটক করেছে পুলিশ। লরি থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
advertisement
ডাকাতরা চলে যাওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ডাকাত দলের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত লরি বাজেয়াপ্ত হলেও ডাকাত দলের সদস্যদের এখনও পর্যন্ত কোনও হদিস পাওয়া যায়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিএস‌এন‌এল কর্মীদের মধ্যে।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News : বিএসএনএল অফিসে দুঃসাহসিক ডাকাতি, ব্যাপক মারধর দুই কর্মীকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement