West Bardhaman News- ফাঁকা থাকার সুযোগে হীরাপুরে চিকিৎসকের বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতীরা
- Published by:Samarpita Banerjee
Last Updated:
রাতের অন্ধকারে বাড়ির জানালা ভেঙে প্রায় লক্ষ টাকার জিনিস লুটপাট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা
#পশ্চিম বর্ধমান- বাড়ি ফাঁকা থাকার সুযোগে চিকিৎসকের বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতীরা। আসানসোলের হিরাপুর এর ঘটনা। রাতের অন্ধকারে বাড়ির জানালা ভেঙে প্রায় লক্ষ টাকার জিনিস লুটপাট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সকালে বাড়ির দরজা খুলে লন্ডভন্ড অবস্থায় সব পড়ে থাকতে দেখেন বাড়ির পরিচারিকা। তারপরে খবর যায় বাড়ির মালিকের কাছে। জানা গিয়েছে হীরাপুর এর বাসিন্দা গৃহকর্তা অনির্বাণ রায় বেশিরভাগ সময়ই তার সিতারামপুর বাড়িতে থাকেন। মাঝেমধ্যে থাকেন হিরাপুর এর ওই বাড়িতে। মূলত বাড়ি দেখাশোনার কাজ করেন এক পরিচারিকা। গতকাল তিনি অসুস্থ থাকায় ওই বাড়িতে ছিলেন না। পরদিন সকালে বাড়িতে আসেন কাজের জন্য। তখনই লন্ডভন্ড অবস্থায় সবকিছু পড়ে থাকতে দেখেন তিনি। রীতিমতো আতঙ্কিত হয়ে তিনি অনির্বাণ রায়কে খবর দেন। তিনি এসে দেখতে পান একই ছবি।
পুলিশের অনুমান ওই বাড়ির পিছনের দিকে জানালা ভেঙ্গে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশের অনুমান, এই বাড়িটির দিকে অনেকদিন ধরেই নজর ছিল দুষ্কৃতীদের। তাই বাড়ি ফাঁকা থাকার সুযোগ পেয়ে তাণ্ডব চালিয়েছে তারা। এই ঘটনার খবর পেয়ে অনির্বাণ রায় হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে এসে সব খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। বাড়ির মালিক জানিয়েছেন, আনুমানিক এক লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে তার বাড়ি থেকে। প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা রুপোর জিনিসপত্র নিয়ে গিয়েছে দুষ্কৃতীদের দল। পাশাপাশি প্রায় কুড়ি থেকে ত্রিশ হাজার নগদ টাকা ছিল। তাও দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চিকিৎসকের বাড়িতে লুটপাটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
view commentsLocation :
First Published :
March 02, 2022 7:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ফাঁকা থাকার সুযোগে হীরাপুরে চিকিৎসকের বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতীরা
