Paschim Bardhaman: কৃত্রিম হাত ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে রেনুকে

Last Updated:

স্বামী হাত কেড়ে নিয়েছেন। কিন্তু কেড়ে নিতে পারেন নি মনের জোর। সেই জোরেই ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন রেনু খাতুন। বঙ্গকন্যার এহেন ঘুরে দাঁড়ানোর লড়াই দেখে চুপ থাকতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিম বর্ধমান : স্বামী হাত কেড়ে নিয়েছেন। কিন্তু কেড়ে নিতে পারেন নি মনের জোর। সেই জোরেই ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন রেনু খাতুন। বঙ্গকন্যার এহেন ঘুরে দাঁড়ানোর লড়াই দেখে চুপ থাকতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে শুয়ে থাকা রেনুর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন তাকে সরকারি চাকরি দেওয়া হবে। করে দেওয়া হবে কৃত্রিম হাতের ব্যবস্থা। কিন্তু কবে কৃত্রিম হাত পাবেন রেনু খাতুন? কি প্রক্রিয়া রয়েছে তার জন্য? এই কৃত্রিম হাত কিভাবে ব্যবহার করতে পারবেন রেনু? জেনে নিন এই সব প্রশ্নের উত্তর। এই মুহূর্তে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেনু খাতুন। খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পাবেন তিনি। কিন্তু কৃত্রিম হাত পেতে এখনও রেনু খাতুনকে এক মাস অপেক্ষা করতে হবে। আর কৃত্রিম হাত সম্পূর্ণভাবে ব্যবহার করতে আরও দু'মাস সময় লাগবে তার। তার জন্য চিকিৎসাশাস্ত্র মেনে সম্পূর্ণ ব্যবস্থা করা হবে। শিখিয়ে দেওয়া হবে কিভাবে ব্যবহার করতে হয় কৃত্রিম হাত। নিজের ডান হাত হারিয়ে সেই কৃত্রিম হাতের দিকেই তাকিয়ে রয়েছেন রেনু খাতুন। এই বিষয়ে রেনুর চিকিৎসার দায়িত্বে থাকা অর্থোপেডিক সার্জন সুশান্ত কাঞ্চন জানিয়েছেন, আপাতত রেনুর হাতের অবস্থা আগের তুলনায় অনেকটাই ভাল। দশ বারো দিন পরে তার হাতের সেলাই খোলা হবে। তারপর আরও একমাস কাটা হাত ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম ওষুধ দেওয়া হবে। তাছাড়াও কিছু এক্সারসাইজ করতে দেওয়া হবে। চলবে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। একমাস পরে যদি পুরোপুরিভাবে হাতটি শুকিয়ে যায়, তখনই রেনুর জন্য আর্টিফিশিয়াল হাতের ব্যবস্থা করা হবে।
যদিও দুর্গাপুরের এই হাসপাতালে আর্টিফিশিয়াল হাত বসানোর কাজ হবে না। জানা গিয়েছে, রেনুর কাটা হচ্ছে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেলে তাকে কলকাতায় পাঠানো হবে। আর্টিফিশিয়াল হাতের বসানোর জন্য রেনুকে কলকাতায় যেতে হবে। কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই আর্টিফিশিয়াল হাতের সুযোগ রয়েছে। সেখানেই রেনুর চিকিৎসা করানো হবে। উল্লেখ্য, এই কৃত্রিম হাত লাগানো বেশ খরচসাপেক্ষ। যদিও এই বিষয়ে রেনুর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে রেনুর জন্য আর্টিফিশিয়াল হাতের ব্যবস্থা করে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের পরে কি? দিশা দিচ্ছে কেরিয়ার কাউন্সেলিং
চিকিৎসকদের অনুমান, কলকাতার ভাল কোন সরকারি হাসপাতাল থেকে রেনুর জন্য আর্টিফিশিয়াল হাতের ব্যবস্থা করা হবে। তবে তার জন্য মোটামুটি ভাবে এখনও এক দেড় মাস অপেক্ষা করতে হবে রেনু খাতুনকে। তার কেটে যাওয়া ডান হাতটি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাওয়ার পরেই আর্টিফিশিয়াল হাত লাগানোর ব্যবস্থা করা হবে। কিন্তু এই আর্টিফিশিয়াল হাত কতটা কাজে লাগবে রেনু খাতুনের? কিভাবেই বা এই হাত ব্যবহার করবেন তিনি?
advertisement
advertisement
আরও পড়ুনঃ মায়ের মতো পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, হাসপাতালের বেডে শুয়ে রেনুর শুরু লেখালিখি
এই বিষয়ে অর্থোপেডিক সার্জন সুশান্ত কাঞ্চন জানিয়েছেন, কৃত্রিম হাত লাগানোর পরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে রেনুকে। সেই প্রশিক্ষণের মাধ্যমে রেনু খাতুনকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে ব্যবহার করতে হবে আর্টিফিশিয়াল হাত। বুঝিয়ে দেওয়া হবে কি কি কাজে লাগবে এই কৃত্রিম হাত। প্রশিক্ষণ সম্পন্ন হলে, এই কৃত্রিম হাত রেনুর জীবন আবার আগের মতো অনেকটাই সহজ করে দেবে বলে মনে করছেন সার্জন সুশান্ত কাঞ্চন। আর্টিফিশিয়াল হাত লাগানোর পর রেনুকে প্রায় দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন ওই চিকিৎসক। চিকিৎসকদের হিসাব অনুযায়ী, মোটামুটি ভাবে সাড়ে তিন মাস পর থেকে রেনু খাতুন তার কৃত্রিম হাত ব্যবহার করে আবার তার জীবনের চলার পথ অনেকটা সহজ করে নিতে পারবেন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: কৃত্রিম হাত ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে রেনুকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement