West Bardhaman News- রেলওয়ের তরফে উচ্ছেদের নোটিশ আসানসোলের চাঁদমারি বস্তি এলাকায়, করোনাকালে দিশেহারা এলাকাবাসী
- Published by:Samarpita Banerjee
- hyperlocal
Last Updated:
এলাকাবাসীরা বিকল্প আশ্রয় ব্যবস্থা করার দাবি তুলেছেন রেল দফতরের কাছে
#পশ্চিম বর্ধমান- রেলওয়ের তরফ থেকে উচ্ছেদের নোটিশ। নোটিশ দেওয়া হয়েছে আসানসোলের চাঁদমারি বস্তি এলাকায়। রেল দফতরের কাছ থেকে এই নোটিশ পাওয়ার পরেই চিন্তিত এলাকাবাসী। করোনাকালে তারা বাড়ি ছেড়ে কোথায় যাবেন, তার কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছেন না। তারা বিকল্প আশ্রয় ব্যবস্থা করার দাবি তুলেছেন রেল দফতরের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত আবহ চাঁদমারি এলাকায়।
Location :
First Published :
January 28, 2022 8:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- রেলওয়ের তরফে উচ্ছেদের নোটিশ আসানসোলের চাঁদমারি বস্তি এলাকায়, করোনাকালে দিশেহারা এলাকাবাসী
