Rabindra Jayanti 2022: শতকণ্ঠে রবীন্দ্রনাথ, ১০০ জন রবীন্দ্র সংগীত শিল্পীর সুরে শ্রদ্ধা জ্ঞাপন কবিগুরুকে

Last Updated:

আসানসোলের রবীন্দ্রভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শতকণ্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে

+
রবীন্দ্রজয়ন্তী

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আসানসোলের রবীন্দ্রভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠান।

#আসানসোল : বিশ্ব বরেণ্য কবি রবি ঠাকুরের ১৬১ তম জন্মদিবস। গোটা দেশজুড়ে কবিগুরুর জন্মজয়ন্তী পালিত হচ্ছে মহা সমারোহে। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম দিবস পালনের উৎসাহ বাংলায় আরও অনেক বেশি। তেমনভাবে পশ্চিম বর্ধমান জেলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হল বিশেষ আঙ্গিকে। ১০০ জন রবীন্দ্র সংগীত শিল্পীর সুরে শ্রদ্ধা অর্পণ করা হয়েছে কবিগুরুকে। আসানসোল পুরসভার উদ্যোগে, আসানসোলের রবীন্দ্রভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 'শতকণ্ঠে রবীন্দ্রনাথ' অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সংগীত শিল্পীদের নিয়ে রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তা ছাড়াও আরও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আসানসোল পুরসভার উদ্যোগে।
রবীন্দ্রজয়ন্তীর সকালে আসানসোলে একটি বিশেষ প্রভাতফেরির আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির ছিলেন আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ পুরনিগমের বিশিষ্টরা। তাছাড়াও শহরের বহু মানুষ এই প্রভাতফেরিতে অংশগ্রহণ করেছিলেন। প্রভাতফেরি শেষে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন মেয়র সহ বিশিষ্টরা। শ্রদ্ধা জানানোর পর শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে ১০০ জন শিল্পীর সম্মিলিত গানের মাধ্যমে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানো হয়েছে। তাছাড়া শিল্পীদের রংতুলির জাদুতে ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য। বিভিন্ন সাংস্কৃতিক নাচের আয়োজন করা হয়েছিল এদিন। তাছাড়া পুরসভার তরফ থেকে কবি প্রণামের জন্য একটি ট্যাবলো বের করা হয়েছিল। এই ট্যাবলোটি শহর জুড়ে ঘুরেছে রবীন্দ্রজয়ন্তীর দিনে ।
advertisement
Nayan Ghosh
advertisement
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Rabindra Jayanti 2022: শতকণ্ঠে রবীন্দ্রনাথ, ১০০ জন রবীন্দ্র সংগীত শিল্পীর সুরে শ্রদ্ধা জ্ঞাপন কবিগুরুকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement