West Bardhaman News- সরকারি আধিকারিক জুনিয়ার ইঞ্জিনিয়ারকে হেনস্থার প্রতিবাদে মৌন বিক্ষোভ সহকর্মীদের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
মৌন বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ করেছেন তারা। অভিযোগ, দফতরের এক জুনিয়ার ইঞ্জিনিয়ারকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করা হয়েছে
#পশ্চিম বর্ধমান- সরকারি আধিকারিককে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন পিএইচই দফতরের সহকর্মীরা। আসানসোলে ইসমাইলে পিএইচই দফতরের সামনে দফতরের কর্মী এবং আধিকারিকরা প্রতিবাদ জানান। মৌন বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ করেছেন তারা। অভিযোগ, দফতরের এক জুনিয়ার ইঞ্জিনিয়ারকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদে মৌন বিক্ষোভ দেখান দফতরের সমস্ত কর্মচারীরা। অভিযোগের তীর তৃণমূল নেতার দিকে। অভিযোগ পিএইচই দফতরের এক জুনিয়ার ইঞ্জিনিয়ার রানীগঞ্জে গিয়েছিলেন কাজ পরিদর্শনে। রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। কিন্তু ওই এলাকায় জল সংকট থাকার অভিযোগ তুলে ওই তৃণমূল নেতা সরকারি আধিকারিককে হেনস্থা করেন। গলায় খালি বোতলের মালা পরিয়ে রোদে বসিয়ে রাখা হয় ওই আধিকারিককে। সেই ঘটনার প্রতিবাদে মৌন বিক্ষোভে সামিল হয়েছেন পিএইচই দফতরের আধিকারিক এবং কর্মীরা। তাদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে।
উল্লেখ্য, দফতরের কর্মীদের অভিযোগ রানীগঞ্জ বিডিও অফিস চত্বরে হেনস্থার ঘটনা হয়েছে। তা ছাড়াও যে তৃণমূল নেতার দিকে অভিযোগ রয়েছে, তিনি পঞ্চায়েত প্রধান পদে রয়েছেন। তাদের অভিযোগ, কিভাবে জনসমক্ষে সরকারি আধিকারিককে এভাবে হেনস্থা করার সাহস পেলেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাছাড়াও বিডিও অফিস চত্বরে কেমন করে এমন ঘটনা ঘটলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাই এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে। তারপর এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন সরকারি আধিকারিক গণ। মৌন বিক্ষোভের মাধ্যমে হেনস্থার প্রতিবাদ করেছেন তারা।
view commentsLocation :
First Published :
March 11, 2022 7:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- সরকারি আধিকারিক জুনিয়ার ইঞ্জিনিয়ারকে হেনস্থার প্রতিবাদে মৌন বিক্ষোভ সহকর্মীদের
