Paschim Bardhaman News: সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! নিয়ম ভাঙলেই হতে পারে শাস্তি

Last Updated:

পথ দুর্ঘটনা এড়াতে রাত্রিকালীন অভিযান শুরু করল আসানসোল দক্ষিণ আবগারি দফতর ও পুলিশ প্রশাসন। আসানসোল শহরের বুকে বেশ কয়েকটি পথ দুর্ঘটনাকে নজরে রেখে বিশেষ এই উদ্যোগ নিয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও আবগারি দফতরের দক্ষিণ শাখা।

#আসানসোল : পথ দুর্ঘটনা এড়াতে রাত্রিকালীন অভিযান শুরু করল আসানসোল দক্ষিণ আবগারি দফতর ও পুলিশ প্রশাসন। আসানসোল শহরের বুকে বেশ কয়েকটি পথ দুর্ঘটনাকে নজরে রেখে বিশেষ এই উদ্যোগ নিয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও আবগারি দফতরের দক্ষিণ শাখা। যৌথভাবে নজরদারি ও অভিযান শুরু করা হয়েছে শহর জুড়ে। আসানসোল শহরের বিভিন্ন পানশালা পরিদর্শন করেন তারা। আবগারি দফতরের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ে পানশালা বন্ধ হচ্ছে কিনা, খতিয়ে দেখা হয় সেই বিষয়টিও।
উল্লেখ্য, পথ দুর্ঘটনার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দুর্ঘটনার কারণ মদ্যপ অবস্থায় থাকা। অন্যদিকে আসানসোল শহরে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে মধ্য রাত্রের পর। তারপরেই বিশেষ এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আফগারি দফতরের আসানসোল দক্ষিণ চক্রের ভারপ্রাপ্ত আধিকারিক আবুতাহের শেখ জানিয়েছেন, সমস্ত পান্শালা গুলি আবগারি দফতরের দেওয়া নির্দিষ্ট সময়ে বন্ধ করা হচ্ছে কিনা, সেটা দেখার জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ অবৈধভাবে চলছে মাটি পাচার! বড় বড় জলাশয় তৈরি হয়ে বাড়ছে বিপদ
তিনি আরও বলেন, আপাতত কোন অভিযোগ জমা না পড়লেও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের যৌথ অভিযান রীতিমতো চলতে থাকবে। প্রসঙ্গত বিগত বেশ কয়েকদিন ধরে দেখা গিয়েছে, বেশ কিছু দুর্ঘটনার ক্ষেত্রে অনেকাংশে দায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। মধ্যরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। যার মধ্যে অধিকাংশই যুবক বা পড়ুয়া। আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই শহরে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে আবগারি দফতর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড লিক আসানসোলে! বড় বিপদ থেকে রক্ষা
বিশেষভাবে নজরদারি শুরু হয়েছে শহরের পানশালা গুলির ওপর। আফগারি দফতরের নিয়ম মেনে সেগুলি চলাচল করছে কিনা, তা খতিয়ে দেখতে শুরু করা হয়েছে অভিযান। অন্যদিকে রাতের শহরে চলছে পুলিশি অভিযানও। কারণ রাতের দিকে তুলনামূলক ফাঁকা রাস্তায় বাইক চালকদের উপদ্রব দেখা যায়। অত্যন্ত দ্রুত গতিতে সে সময় চলাচল করে বাইক গুলি। আর সেই সমস্ত ঘটনায় রাশ টানতে বিশেষ এই অভিযানে নেমেছে আবগারি দফতর এবং পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! নিয়ম ভাঙলেই হতে পারে শাস্তি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement