West Bardhaman News- ভোট পুজোকে কেন্দ্র করে দেদার পেট পুজোর আয়োজন তৃণমূলের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বিরিয়ানি, মাছ-ভাত, পুরি-সবজির মতো একাধিক মেনু সাজিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। বিশেষ এই আয়োজন করা হয়েছিল তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের জন্য
#পশ্চিম বর্ধমান- ভোট পুজোয় আয়োজন পেটপুজোর। পিকনিকের আমেজে দলীয় কর্মকর্তারা। আয়োজন করা হয়েছিল দেদার খানাপিনার। সঙ্গে ছিল হৈ-হুল্লোড়। এমনি ছবিধরা পড়েছে রানীগঞ্জের ৮৯ নম্বর ওয়ার্ডে। বিরিয়ানি, মাছ-ভাত, পুরি-সবজির মতো একাধিক মেনু সাজিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। বিশেষ এই আয়োজন করা হয়েছিল তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের জন্য। বিশেষ এই আয়োজন করেছিল ঘাসফুল শিবির। ভোটের দিন তৃণমূলের যে সমস্ত কর্মীসমর্থকরা সকাল থেকে রাস্তায় নেমে কাজ করছেন, তাদের খাওয়া-দাওয়ার যাতে অসুবিধা না হয়, সেজন্যই এই বিশেষ আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, নির্বাচনের দিন আসানসোল পুর নিগমের অন্তর্গত একাধিক এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগাতে ব্যস্ত ছিলেন। তা ছাড়াও বিভিন্ন বুথে ছিলেন তৃণমূলের এজেন্টরা। এ ছাড়াও একাধিক তৃণমূল কর্মী সমর্থক নির্বাচনের জন্য রাস্তায় নেমেছিলেন। তাদের খাওয়া-দাওয়ার অসুবিধা যাতে না হয়, তার জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছিল। ৮৯ নম্বর ওয়ার্ডে সকাল থেকে আয়োজন করা হয়েছিল পুরি সবজির। পরে দুপুরে আয়োজন করা হয় বিরিয়ানির। এছাড়াও একই ওয়ার্ডে অন্যদিকে আয়োজন করা হয়েছিল মাছ ভাতের। প্রত্যেকটি জায়গায় প্রায় ১৫০ থেকে ২০০ জন লোকের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। গণতন্ত্রের উৎসব এর এই দিনে পিকনিকের আমেজে মজেছিলেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। সকলে মিলে হৈ হুল্লোড় করে তারা রান্না করেছেন, খাবার পরিবেশন করেছেন। আবার নির্বাচনের খবর রেখেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসানসোল শহর জুড়ে যেমন ভোটযুদ্ধের উত্তেজনার পারদ চড়েছে, একই সঙ্গে বেড়েছে রান্নাবান্নার পরিমাণ। ভোট পুজোর দিন পেটপুজোর এই বিশেষ আয়োজন মাতিয়ে তুলছে ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকদের।
Location :
First Published :
February 12, 2022 4:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ভোট পুজোকে কেন্দ্র করে দেদার পেট পুজোর আয়োজন তৃণমূলের
