Paschim Bardhaman: পঞ্চায়েতের উদ্যোগে মৎস্য চাষের মাধ্যমে স্বনির্ভর করা হচ্ছে এলাকাবাসীকে

Last Updated:

অধিকাংশ জলাশয়ে রুই কাতলা, আমেরিকান রুই,চারা পোনা সহ নানান মাছ চাষ করা হয়েছে। উৎপাদিত মাছ পানাগড় বাজার, দুর্গাপুর,বুদবুদ সহ আশেপাশের বাজারেও বিক্রি করা হচ্ছে। যার ফলে অনেক চাষি ভালো পরিমান লাভের মুখ দেখছেন।

+
কোটা

কোটা পঞ্চায়েতের একটি জলাশয় থেকে তোলা হয়েছে মাছ।

পশ্চিম বর্ধমানঃ প্রতিটা বাঙালি যেনো থাকে মাছে ভাতে। এই সংকল্প নিয়েই বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কোটা অঞ্চলের বিভিন্ন এলাকার জলাশয়ে শুরু হয়েছে মৎস চাষ। মাছ চাষ করে লাভের মুখ দেখছেন এলাকার মৎস চাষিরা। আউশগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে সমস্ত মৎস চাষিরা, মাছ চাষ করতে আগ্রহী দেখিয়েছেন, তাদের মাছ চাষ করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপশি, মাছ চাষ করতে সহযোগি তাও করছে কোটা গ্রাম পঞ্চায়েত। এর ফলেই একদিকে যেমন কোটা অঞ্চলে মাছের উৎপাদন বেড়েছে, তেমনভাবেই বেড়েছে কর্ম সংস্থান। স্থানীয় এক মৎস চাষি জগবন্ধু বাউরি জানিয়েছেন, মাছ চাষে এলাকার মৎস চাষিরা লাভের মুখ দেখছেন। কোটা পঞ্চায়েতের সহযোগিতায় অনেক মৎস চাষি সরকারি ভাবে মাছের চারা সহ অন্যান্য সামগ্রী পেয়েছেন। যার ফলে মাছ চাষের ক্ষেত্রে তাদের অনেকটাই সুবিধা হয়েছে। অধিকাংশ জলাশয়ে রুই কাতলা, আমেরিকান রুই,চারা পোনা সহ নানান মাছ চাষ করা হয়েছে। উৎপাদিত মাছ পানাগড় বাজার, দুর্গাপুর,বুদবুদ সহ আশেপাশের বাজারেও বিক্রি করা হচ্ছে। যার ফলে অনেক চাষি ভালো পরিমান লাভের মুখ দেখছেন। এই বিষয়ে কোটা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আলাউদ্দিন মন্ডল জানিয়েছেন, রাজ্য মৎস দফতরের পক্ষ থেকে নানান প্রকল্পের মাধ্যমে এলাকার মৎস চাষিদের স্বনির্ভর করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই মত এলাকার যে সমস্ত বেকার যুবকরা মাছ চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। মাছ চাষ করে তারা যাতে স্বনির্ভর হতে পারেন, তার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সরকারি ভাবে চাষিরা মাছের চারা যাতে পান, তার ব্যবস্থাও করা হচ্ছে। একই সঙ্গে মাছের উৎপাদন বাড়ানোর জন্য যে সমস্ত জায়গায় চাষের অযোগ্য জমি রয়েছে, সেখানে জলাশয় তৈরি করে মাছ চাষের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, মাছ চাষের ক্ষেত্রে যাতে আরও অগ্রগতি আনা যায় সেই কারণে বুদবুদের সোঁয়াই গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে একটি বিশালাকার বাঁধ সংস্কার করাহচ্ছে। সেখানে মাছ চাষের পাশাপাশি মাছের চারাপোনা বিক্রির ব্যবস্থাও করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে মৎস চাষিদের ব্লক আধিকারিকরা প্রশিক্ষণ দেবেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে। দ্রুত সব ব্যবস্থা হয়ে গেলে আগামী দিনে কোটা অঞ্চল মাছ চাষের ক্ষেত্রে নজির সৃষ্টি করবে সেই আশাপ্রকাশ করেছেন তিনি।
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: পঞ্চায়েতের উদ্যোগে মৎস্য চাষের মাধ্যমে স্বনির্ভর করা হচ্ছে এলাকাবাসীকে
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement