Paschim Bardhaman: অনলাইনে সিলেবাস শেষ না হওয়ায় অফলাইন পরীক্ষা বয়কট পড়ুয়াদের

Last Updated:

ছাত্র ছাত্রীদের সমস্যার কথা এর আগেও আমি উচ্চ আধিকারিকদের কাছে জানিয়েছি। আজ আমাদের তরফে পরীক্ষা নেওয়ার সব ব্যবস্থা করা হয়। কিন্তু আজ থেকেই ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করেছেন। আমার কাছে একটা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। 

+
কলেজের

কলেজের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ পড়ুয়াদের।

পশ্চিম বর্ধমানঃ অনলাইনে সিলেবাস শেষ না হওয়ায়, অফলাইন ইন্টারলান পরীক্ষা বয়কট করলেন নজরুল সেন্টেনারী পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীরা।কলেজের সামনে বসে পরীক্ষা বয়কটের প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বেসরকারি ওই কলেজের ছাত্র ছাত্রীরা। তাদের দাবি জানিয়েছেন, অনলাইন পরীক্ষা নেওয়া হোক। না হলে তাদের সিলেবাস শেষ করে অফলাইনে পরীক্ষা নেওয়া হোক। তাছাড়া, পড়ুয়ারা কেউ পরীক্ষা দেবেন না বলে দাবি করেছেন তারা। এই প্রসঙ্গে কলেজের প্রথম বর্ষের ছাত্রী বর্ষা বাউরি বলেন, করোনা কালে অনলাইনে ক্লাস করানো হয়েছে। হঠাৎ জানানো হয় যে, তাদের অফলাইনে মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে জানার পরেই তারা কলেজের প্রিন্সিপালকে একটি লিখিত আবেদন করেন। সেখানে দাবি জানানো হয়, তাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। কিন্তু কোনও সুরাহ হয়নি।সিলেবাস শেষ না করে কি ভাবে অফলাইনে পরীক্ষা দেবেন, সেই বিষয়ে প্রশ্ন প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। এই বিষয়ে পড়ুয়ারা বলছেন, পরীক্ষায় কি লিখবো, প্রাক্টিক্যাল ক্লাস ঠিক মত হয়নি। আর প্রাক্টিক্যাল হল আমাদের সব। তাই প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। পরীক্ষা বয়কটের একটি লিখিত স্মারকলিপি কলেজের প্রিন্সিপাল ইনচার্জ এর হাতে হাতে তুলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখন তাদের হাতে। এই প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল ইনচার্জ ডঃ মহম্মদ ফারুক আলি বলেন, ছাত্র ছাত্রীদের সমস্যার কথা এর আগেও আমি উচ্চ আধিকারিকদের কাছে জানিয়েছি। আজ আমাদের তরফে পরীক্ষা নেওয়ার সব ব্যবস্থা করা হয়। কিন্তু আজ থেকেই ছাত্রছাত্রীরা পরীক্ষা বয়কট করেছেন। আমার কাছে একটা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সেই বিষয়ে আমি উচ্চতম সব আধিকারিকদের জানাব।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: অনলাইনে সিলেবাস শেষ না হওয়ায় অফলাইন পরীক্ষা বয়কট পড়ুয়াদের
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement