West Bardhaman News: প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকায় রাস্তা বারাবনিতে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
প্রধানমন্ত্রী সড়ক যোজনার প্রায় তিন কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি হবে পশ্চিম বর্ধমানের বারাবনিতে, হল শিলান্যাস
পশ্চিম বর্ধমান: স্থানীয়দের দাবি পূরণ। অবশেষে রাস্তার শিলান্যাস হল বারাবনি বিধানসভা এলাকায়। প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হবে রাস্তা। প্রধানমন্ত্রী সড়ক যোজনার ফান্ডের টাকা দিয়ে এই রাস্তা তৈরি হবে। রুপনারায়নপুর রেল সাইডিং থেকে বারাবনি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। ইতিমধ্যেই এই কাজটির শিলান্যাস করেছেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।
আরও পড়ুন: হরিণ মারার অভিযোগে গ্রেফতার ১
অন্যদিকে আসানসোলের কল্যা এলাকায় আরও একটি রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এই রাস্তাটি তৈরি করা হবে জেলা পরিষদের উদ্যোগে। কল্যা পঞ্চায়েত এলাকায় হবে ৪০০ মিটারের একটি ঢালাই রাস্তা। জানা গিয়েছে, কল্যা পঞ্চায়েতের অন্তর্গত ঢেড়সপুর গ্রামে ৪০০ মিটার ঢালাই রাস্তাটি তৈরি করা হবে। জেলা পরিষদের ফান্ড থেকে ৩৪ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয় হবে এই রাস্তা তৈরিতে। উল্লেখ্য, এলাকার মানুষের বহু দিনের দাবি ছিল রাস্তা দুটি তৈরির জন্য। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের জন্য বেশ কিছুদিন ধরে গ্রামীণ এলাকাগুকিতে উন্নয়নের কাজ বন্ধ ছিল। পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। বৃষ্টিতে বিভিন্ন জায়গায় রাস্তার হাল বেহাল হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই সেই সমস্ত রাস্তাগুলি মেরামতের দাবি উঠছিল। যে সব রাস্তার একেবারেই বেহাল অবস্থা সেগুলোর জায়গায় নতুন রাস্তা তৈরির দাবিও উঠছিল। মানুষের সেই দাবি মেনেই নতুন দুটি রাস্তা তৈরির কাজ শুরু হল বারাবনি বিধানসভা এলাকায়।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 12:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকায় রাস্তা বারাবনিতে

