Andal to Mumbai Flights : শেষ মুহূর্তে মুম্বাইয়ে বিজনেস মিটিং? চাপ নেই, এবার অন্ডাল আছে
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
অন্ডাল বিমান বন্দর থেকে মুম্বাই গামী নতুন বিমান পরিষেবা শুরু হয়েছে চলতি মাসে ১ জুলাই থেকে। এবার কলকাতাকে এড়িয়ে সরাসরি পৌঁছে যাওয়া যাবে মুম্বাইয়ে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: শেষ মুহূর্তের বিজনেস মিটিং? হঠাৎ যেতে হবে মুম্বাই? হাতে কলকাতা যাওয়ার জন্য সময় কম? সব কিছুর উত্তর নিয়ে হাজির অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর। অন্ডাল থেকে সরাসরি এবার পৌঁছে যেতে পারবেন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস। অন্ডাল থেকে মুম্বাই গামী নতুন বিমান পরিষেবা শুরু হয়েছে চলতি মাসে ১ লা জুলাই থেকে। অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর থেকে মুম্বাই যাওয়ার জন্য শুরু হয়েছে প্রতিদিনের একটি বিমান পরিষেবা।
বিমানবন্দর সূত্রে খবর, করোনা কালের পর থেকে যাত্রীর সংখ্যা বেড়েছে অন্ডাল এয়ারপোর্টে। বেশ কয়েকটি নতুন রূটে শুরু হয়েছে বিমান পরিষেবা। দিল্লি, মুম্বাই ছাড়াও ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ চেন্নাইয়ের জন্য বিমান পাওয়া যায় বিমানবন্দর থেকে। তাছাড়াও আমেদাবাদ কোচি যাওয়ার জন্য রয়েছে ওয়ান স্টপ ফ্লাইট। মূলত ইন্ডিগো এবং স্পাইসজেট বিমানবন্দর থেকে যাত্রী পরিষেবা দিয়ে থাকে।
advertisement
আরও পড়ুন ঃ বাংলা আর ওড়িশাকে মিলিয়ে দিল পঞ্চায়েত নির্বাচনের দেওয়াল লিখন
জুলাইয়ের আগে পর্যন্ত অন্ডাল বিমানবন্দর থেকে মুম্বাই যাওয়ার জন্য দুটি বিমান পরিষেবা ছিল। একটি ছিল স্পাইসজেটের এবং আরেকটি ছিল ইন্ডিগোর। তবে বিমানবন্দর থেকে মুম্বাইয়ের জন্য শুরু হয়েছে আরও একটি বিমান পরিষেবা। উড়ান সংস্থা ইন্ডিগোর তরফ থেকে নতুন বিমানটি চালানো হচ্ছে। শিল্প শহর দুর্গাপুর, আসানসোল এবং আশপাশের জায়গাগুলি থেকে মুম্বাইয়ের যাত্রী সংখ্যা বেশি। সেই কথা মাথায় রেখে নতুন বিমান পরিষেবা চালু করা হয়েছে কাজী নজরুল বিমানবন্দর থেকে।
advertisement
advertisement
বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগোর তরফ থেকে অন্ডাল মুম্বাই যে বিমান পরিষেবাটি চালু হয়েছে, সেটি প্রতিদিন পাওয়া যাবে। মূলত স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের অনেককেই ব্যবসার প্রয়োজনে মুম্বাই যেতে হয়। কারণ এই জায়গাটি ভারতের বাণিজ্য নগরী বলেই পরিচিত। কলকাতা থেকে মুম্বাইগামী বিমানগুলির উপর চাপ বেশি। ফলে অনেকেই ভরসা করছিলেন এই বিমানবন্দরের ওপর। ফলে ব্যবসায়ী যাত্রীদের সংখ্যা বাড়ছিল অন্ডাল এয়ারপোর্টে। সেই জায়গা থেকে বিচার করে, মুম্বাইগামী আরও একটি বিমান পরিষেবা শুরু হল।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 05, 2023 7:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Andal to Mumbai Flights : শেষ মুহূর্তে মুম্বাইয়ে বিজনেস মিটিং? চাপ নেই, এবার অন্ডাল আছে










