West Bardhaman News: বাড়ির ছাদে উদ্ধার গলা কাটা দেহ; সন্দেহের তালিকায় দুই পাওনাদার

Last Updated:

মৃত ওই ব্যক্তির নাম মনোজ পাতর(৩৫)। নিজের একতলা বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে

+
দেহ

দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য।

#পশ্চিম বর্ধমান- নিজের বাড়িতেই খুন হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার চিতলডাঙ্গা গ্রামের গোয়ালা পাড়ায়। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মনোজ পাতর(৩৫)। নিজের একতলা বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।
পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে মনোজ পাতর বাড়ির ছাদে শুয়ে ছিলেন। হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পায় তার স্ত্রী এবং সন্তান। তারা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় মনোজ পাতরের দেহ পড়ে থাকতে দেখেন তারা। জানা গিয়েছে, তার গলায় ছুরির আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে। সকালে ঘটনাস্থলে আসেন সালানপুর থানা ও রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
এই প্রসঙ্গে নিহতের স্ত্রী মুনমুন পাতর জানান, সামডির নিরঞ্জন পাল ও কাঞ্চন পাল নামক দুই ব্যক্তির কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন মনোজ। গতকাল তাদের সঙ্গে ঝামেলাও হয়। তারাই খুন করেছে বলে অভিযোগ করেছেন মনোজের স্ত্রী মুনমুন পাতর।
advertisement
অন্যদিকে, ঘটনাস্থল চিতালডাঙ্গা গ্রামের পাশের এলাকা থেকে দুটি পা ভাঙ্গা অবস্থায় এক যুবককে দেখতে পান এলাকার মানুষজন। ওই যুবক মনোজ পাতরের খুনের সঙ্গে জড়িত থাকতে পারে, এই অনুমান করে এলাকার মানুষ ওই যুবককে ঘিরে ধরে। চলে গণধোলাই। পরে ঘটনাস্থলে রূপনারায়ানপুরের ফাঁড়ির পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। ওই যুবকের নাম নিরঞ্জন পাল বলে জানা গিয়েছে। উনি সামডি গ্রামের বাসিন্দা বলে খবর। এখনও পর্যন্ত এই ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ময়নাতদন্তের পর খুনের আরও রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বাড়ির ছাদে উদ্ধার গলা কাটা দেহ; সন্দেহের তালিকায় দুই পাওনাদার
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement