Paschim Bardhaman: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি
Last Updated:
গভীর রাত্রে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল অন্ডালের দীর্ঘ নালা এলাকায়। কয়েক লক্ষ টাকার সোনার গহনা সহ লক্ষাধিক টাকা নগদ নিয়ে চম্পট দেয় ডাকাত দল, এমনটাই জানা গিয়েছে পরিবারের সদস্যদের সূত্রে।
পশ্চিম বর্ধমান : গভীর রাত্রে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল অন্ডালের দীর্ঘ নালা এলাকায়। কয়েক লক্ষ টাকার সোনার গহনা সহ লক্ষাধিক টাকা নগদ নিয়ে চম্পট দেয় ডাকাত দল, এমনটাই জানা গিয়েছে পরিবারের সদস্যদের সূত্রে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে একদল দুষ্কৃতী জানালার পাশে রাখা বাড়ির সদর দরজার চাবি বের করে তালা খুলে ভেতরে ঢোকে। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল, এমনটাই অভিযোগ তাদের। পরিবারের সদস্যদের অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির সকল সদস্যদের একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখে। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে অবাধে লুটপাট চালায় বাড়ির মধ্যে। অন্ডাল মোড় থেকে স্টেশন যাওয়ার প্রধান রাস্তার ওপর এইভাবে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে পরদিন সকালে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রাজমিস্ত্রিদের ব্যবহার্য কিছু যন্ত্রপাতি এবং একটি নতুন স্ক্রু ড্রাইভার। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, এই ঘটনার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করার কোন লোক জড়িত থাকতে পারে। কেননা এলাকায় বহু রাজমিস্ত্রির কাজ করা ব্যক্তি বহিরাগত। কাজের সূত্রে তারা এখানে এসে বসবাস করছেন। এই ঘটনা প্রসঙ্গে বাড়ির এক সদস্যতন্দ্রা কুন্ডু জানিয়েছেন, হঠাৎ করে দরজা ভেঙ্গে দুষ্কৃতীরা ঘরে ঢুকেই সবার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক জায়গায় বন্ধ করে রাখে। তারপর অবাধে লুটপাট চালায়। তিনি জানিয়েছেন, আনুমানিক প্রায় ১৫ থেকে ১৬ ভরি সোনার গহনা এবং নয় লক্ষ টাকা নগদ চুরি গিয়েছে। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, তাদের এলাকায় দীর্ঘ ১৫ বছর এরকম ধরনের চুরির ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই গভীর রাতের চুরির ঘটনায় আতঙ্কিত তারা।ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
Location :
First Published :
May 10, 2022 10:11 PM IST