West Bardhaman News- গাড়ুই নদী সংস্কারের আগে টিম নিয়ে সরেজমিনে মেয়র বিধান উপাধ্যায়

Last Updated:

দায়িত্ব নেওয়ার পরেই গাড়ুই নদী পরিদর্শন করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়

+
ডেপুটি

ডেপুটি মেয়র দের সঙ্গে গাড়ুই নদী পরিদর্শনে মেয়র বিধান উপাধ্যায়।

#পশ্চিম বর্ধমান- নির্বাচনী ইশতেহারে তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় ফিরলে গাড়ুই নদী সংস্কারের জন্য পদক্ষেপ করা হবে। পুর বোর্ড গঠন হয়েছে। আসানসোলের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন বিধান উপাধ্যায়। শপথ নেওয়ার আগে একান্ত সাক্ষাৎকারে বিধান উপাধ্যায় জানিয়েছিলেন, গাড়ুই নদী সংস্কার তার প্রথম কাজ হবে। সেই কথা মতো দায়িত্ব নেওয়ার পরেই গাড়ুই নদী পরিদর্শন করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। দুই ডেপুটি মেয়রকে সঙ্গে নিয়ে গাড়ুই নদী পরিদর্শন করেছেন তিনি। ছিলেন পুরসভার আধিকারিকরাও। সংস্কারের আগে নদীর বর্তমান অবস্থা জানতে পরিদর্শন করেন বিধান উপাধ্যায়। পুর আধিকারিক ও দুই ডেপুটি মেয়রকে সঙ্গে নিয়ে গাড়ুই নদী প্রাথমিক ভাবে পরিদর্শনের পর বিধান উপাধ্যায় জানিয়েছেন, আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে গাড়ুইনদী বেশ কিছু জায়গায় ছোট হয়ে গিয়েছে। তবে সংস্কারের আগে গাড়ুই নদী সম্পর্কে সমস্ত তথ্য প্রয়োজন। সেই তথ্য বিএলআরও দফতরের  সঙ্গে কথা বলে জানা হবে। তারপরে খতিয়ে দেখা হবে কোন কোন জায়গায় নদী ছোট হয়ে গিয়েছে। তার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এবং গাড়ুই নদী সংস্কার করা হবে।
অনেকেই অভিযোগ তুলেছিলেন, কার্যত দখল হয়ে যাচ্ছে গাড়ুই নদী। অনেকেই বেআইনিভাবে নদী দখল করছেন। আর তার ফল ভুগতে হচ্ছে শহরবাসীকে। যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য বিধান উপাধ্যায় করেননি। তিনি বলেছেন, সমস্ত তথ্য নেয়ার পরে খতিয়ে দেখা হবে। কেউ বেআইনি কোন কাজ করলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, গত বছর অতিবর্ষণে আসানসোলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখনই স্থানীয় মানুষজন, পরিবেশবিদরা নদী সংস্কারের পক্ষে সওয়াল করেছিলেন। পুর নির্বাচনের আগে নদী সংস্কারের দিকে বিশেষভাবে জোর দিয়েছিল সমস্ত দল। তারপরে তৃণমূল ব্যাপকভাবে জয়লাভ করেছে। আসানসোল পুরনিগমের নির্বাচনে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই কাজে নেমে পড়েছেন বিধান উপাধ্যায়। তাই সংস্কারের আগে গাড়ুই নদী পরিদর্শন করলেন মেয়র বিধান উপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- গাড়ুই নদী সংস্কারের আগে টিম নিয়ে সরেজমিনে মেয়র বিধান উপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement