#পশ্চিম বর্ধমান- কাঁকসার রাজবাঁধে এক ব্যক্তির বাড়ির দুতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এলাকায় আগুন লাগার ঘটনায় দমকল বাহিনীকে খবর দেওয়া হলে পানাগড় দমকল বিভাগ থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দু'ঘণ্টা ধরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছেন বাড়ির সদস্যরা।বাড়ির মালিক মাধব সামন্ত জানিয়েছেন, আজ সকালে তিনি তার ছেলেকে নিয়ে ছেলের স্কুলে যান। এলাকাবাসীর কাছ থেকে তিনি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন। ততক্ষণে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি ঘরের সমস্ত আসবাবপত্র সহ একটি লোহার আলমারি এবং একটি কাঠের আলমারি। তাছাড়াও, পুড়ে ছাই হয়ে গিয়েছে দুটি আলমারির সমস্ত জরুরী নথিপত্র পোশাক ও মূল্যবান সোনা রুপোর গহনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Massive Fire, West Bardhaman