West Bardhaman News- ছেলেকে দিতে গিয়েছিলেন স্কুলে; এসে দেখলেন ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়ি

Last Updated:

কাঁকসার রাজবাঁধে এক ব্যক্তির বাড়ির দুতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়

+
আগুনে

আগুনে পুড়ে কার্যত ছাই হয়ে গিয়েছে বাড়ির দোতলা।

#পশ্চিম বর্ধমান- কাঁকসার রাজবাঁধে এক ব্যক্তির বাড়ির দুতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এলাকায় আগুন লাগার ঘটনায় দমকল বাহিনীকে খবর দেওয়া হলে পানাগড় দমকল বিভাগ থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দু'ঘণ্টা ধরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছেন বাড়ির সদস্যরা।বাড়ির মালিক মাধব সামন্ত জানিয়েছেন, আজ সকালে তিনি তার ছেলেকে নিয়ে ছেলের স্কুলে যান। এলাকাবাসীর কাছ থেকে তিনি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন। ততক্ষণে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি ঘরের সমস্ত আসবাবপত্র সহ একটি লোহার আলমারি এবং একটি কাঠের আলমারি। তাছাড়াও, পুড়ে ছাই হয়ে গিয়েছে দুটি আলমারির সমস্ত জরুরী নথিপত্র পোশাক ও মূল্যবান সোনা রুপোর গহনা।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে তিনি জানাতে পারেননি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন সহ পৌঁছায় কাঁকসা থানা পুলিশ। শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে অনুমান দমকলের। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হঠাৎ লাগা ভয়াবহ আগুনে বহু টাকার ক্ষতি হওয়ায় চিন্তিত বাড়ির লোকজন। পাশাপাশি এই ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন। তবে বাড়ির মালিক জানিয়েছেন, প্রতিবেশীরা অনেক সাহায্য করেছেন। দমকল বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছেন। প্রতিবেশীদের মাধ্যমে আগুন লাগার খবর পান বাড়ির মালিক। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বাড়ির সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ছেলেকে দিতে গিয়েছিলেন স্কুলে; এসে দেখলেন ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়ি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement