West Bardhaman News- পেট্রোল পাম্পের পাশের দাহ্য পদার্থ মজুদ গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Last Updated:

পেট্রোল পাম্পের পাশের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে নাস্তানাবুদ হতে হল দমকল কর্মীদের

+
আগুন

আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।

#পশ্চিম বর্ধমান- পেট্রোল পাম্পের পাশের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে নাস্তানাবুদ হতে হল দমকল কর্মীদের। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন বাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভুগছিলেন স্থানীয় মানুষজন। যদিও দমকল কর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাহ্য পদার্থ মজুদ গোডাউনে আগুন লেগে যাওয়ার ফলে আগুন রীতিমত ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে। জানা গিয়েছে, রানীগঞ্জের শিশুবাগান এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশে গোডাউনে আগুন লেগে যায়। এই বিষয়ে গোডাউনের মালিক জানিয়েছেন, ভিতরে লোহা ওয়েল্ডিং এর কাজ চলছিল। তাছাড়াও ভেতরে প্রায় ২৫ থেকে ৩০ লিটার মোবিল মজুত করা ছিল। সেখান থেকেই আগুন লেগেছে বলে ধারণা করছেন তিনি। যদিও আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে দমকল এখনও পর্যন্ত কিছু বলতে পারেনি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে দমকলের তরফ থেকে। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশও।
অগ্নিকাণ্ডের জেরে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বহু মানুষ। শিশু বাগান এলাকা রীতিমতো ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায়, বড়োসড়ো বিপদের আশঙ্কায় ভুগছিলেন স্থানীয়রা। তবে দমকল কর্মীদের তৎপরতায় সেই বিপদ এড়ানো গিয়েছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, যে গোডাউনে আগুন লেগেছিল, তা নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এবং গোডাউন টি বেশিরভাগ সময় ফাঁকা পড়ে থাকে। ভিতরে কি কাজকর্ম হয় সে সম্পর্কে কিছু বলতে পারেননি স্থানীয়রা। আগুন নেভানোর পরেও দীর্ঘক্ষণ কালো ধোঁয়া দেখা গিয়েছে এলাকাজুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- পেট্রোল পাম্পের পাশের দাহ্য পদার্থ মজুদ গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement