Paschim Bardhaman: আন্তর্জাতিক নারী দিবসে থানার উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে কোকওভেন থানার উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ম্যান ভার্সেস ওম্যান ম্যাচ। এই ম্যাচে অংশ নিয়েছিলেন দুজন রাজ্য স্তরের খেলোয়াড়।
দুর্গাপুর: আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে দুর্গাপুর কোকওভেন থানার বিশেষ উদ্যোগ। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে কোকওভেনথানার উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ম্যান ভার্সেস ওম্যান ম্যাচ। এই ম্যাচে অংশ নিয়েছিলেন দুজন রাজ্য স্তরের খেলোয়াড়। কোকওভেনথানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় বাগের উদ্যোগে এদিনের ম্যাচের আয়োজন করা হয়েছিল। তাছড়াও হাজির ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটর বুদবুদ সার্কেলের সার্কেল ইন্সপেক্টর অঞ্জন রায়।আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কোকওভেন থানার সামনে সি আই অফিস গ্রাউন্ডে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে থানার সমস্ত আধিকারিকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে থানার সমস্ত সিভিক ভলান্টিয়ারদের মধ্যে। এদিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সমস্ত খুদেরা অংশগ্রহণ করেছিল। যার মধ্যে দুজন রাজ্য স্তরের খেলোয়াড় ছিলেন। ম্যান ভার্সেস ওম্যান ম্যাচে তারা অংশগ্রহণ করেছিলেন। পুরুষ এবং নারী উভয়েই সব ক্ষেত্রে সমান, এই বার্তা দেওয়ার জন্যই ম্যান ভার্সেস ওম্যান ম্যাচের আয়োজন করা হয়। তার আগে ছোট দের নিয়ে একটি ওমেন্স ম্যাচের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে সবার হাতে পুরস্কার স্বরূপ ট্রফি তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তুলে দেওয়া হয়েছে জার্সি। তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সার্কেল ইন্সপেক্টর অঞ্জন রায়, কোকওভেন থানার আধিকারিক অজয় বাগ সহ অন্যান্য আধিকারিকরা। আন্তর্জাতিক মহিলা দিবসে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য খেলায় অংশগ্রহণকারী সকলে ধন্যবাদ জানিয়েছেন থানার উদ্যোগকে। পাশাপাশি খেলোয়ারদের অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।আন্তর্জাতিক নারী দিবসে, পুরুষ-মহিলা অধিকার সমান, তারা সমান ভাবে লড়াই করতে পারে, এমন বার্তা দিতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছিল কোকওভেন থানা।
Location :
First Published :
March 09, 2022 10:55 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: আন্তর্জাতিক নারী দিবসে থানার উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা