Maha Saptami 2023: নবপত্রিকা স্নান সম্পন্ন! সপ্তমীর সকালে উৎসবের আমেজে ভাসল রাজ্যের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হল মহাসপ্তমীর পুজো। আধুনিক থিমের মণ্ডপ বা প্রাচীন বনেদী পরিবারের পুজো, শুরু হল একইভাবে।
পশ্চিম বর্ধমান: পুরোদমে শুরু হয়ে গেল পুজো। যে দিনটার জন্য বাঙালি বছর ভর অপেক্ষা করে থাকে, অবশেষে সেই দিনের আগমন। মহাসপ্তমী। নবপত্রিকার স্নানের মধ্য দিয়ে শুরু হল মহাসপ্তমীর পুজো। আধুনিক থিমের মণ্ডপ বা প্রাচীন বনেদী পরিবারের পুজো, শুরু হল একইভাবে। উৎসবের মেজাজে ভাসলেন জেলার মানুষ
জেলা যতগুলি পুরনো পুজো হয়, তার মধ্যে অন্যতম আসানসোল গ্রামের পুজো। এখানে নব দুর্গার পুজো হয়। অর্থাৎ একসঙ্গে হয় ন’টি দুর্গা পুজো। তার মধ্যে আটটিতে হয় প্রতিমা পুজো এবং একটিতে হয় ঘট পুজো। আর এই ন’টি দুর্গাপুজোর নবপত্রিকা আনা হয় একসঙ্গে।
advertisement
advertisement
স্থানীয় রামশায়ের থেকে আসে নবপত্রিকা। বহুদিন ধরে চলে আসছে এই প্রথা। এবছরও তার অন্যথা হল না। আর এই নবপত্রিকা আগমন দেখতে সকাল থেকেই ছিল মানুষের ভিড়।
যদিও শুধুমাত্র আসানসোল নয়। জেলায় সব জায়গাতেই নবপত্রিকা আনার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপুজো। উল্লেখ্য দেবী মহামায়ার পুজোয় নব পত্রিকার মাধ্যমে করা হয় প্রকৃতির পুজো। পুজোর শুরু অর্থাৎ মহাসপ্তমীতে এই পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। স্বাভাবিকভাবেই প্রাচীন বনেদী পুজো হোক বা থিমের পুজো, সব জায়গাতেই নবপত্রিকা আনার জন্য সকাল থেকে ছিল ব্যস্ততা।
advertisement
অন্যদিকে মহা সপ্তমী থেকে কার্যত উৎসবের মেজাজে মেতে উঠেছেন মানুষজন। সকালে শাস্ত্র মতে পুজোর পর মানুষজনের বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে। পুজোর সঙ্গে সঙ্গে পেট পুজোর জন্য রয়েছে পছন্দের রেস্তোরাঁ। ঠাকুর দেখতে যাওয়ার জন্য রয়েছে লম্বা লিস্ট। সবমিলিয়ে প্রথম থেকেই জমজমাট পুজো। দেবীর কাছে শুধু প্রার্থনা, যেন বৃষ্টি এসে উৎসবের এই দিনগুলিকে মাটি না করে।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2023 12:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Maha Saptami 2023: নবপত্রিকা স্নান সম্পন্ন! সপ্তমীর সকালে উৎসবের আমেজে ভাসল রাজ্যের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম