Kazi Nazrul Islam: ‘লৌহ কপাট’-এর পর ফের বিতর্কে নজরুল! পদ্মভূষণ পদক আসল নয়? প্রশ্ন কবির পরিবারের সদস্যদেরই
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
এই ঘটনা সামনে নিয়ে এল খোদ চুরুলিয়ায় কাজী নজরুলের পরিবার। তাহলে আসল পদক কোথায় ? সেই নিয়েই শুরু হল নয়া বিতর্ক।
আসানসোল: বিদ্রোহী কাজী নজরুল ইসলামের পাওয়া চুরুলিয়ার সংগ্রহশালায় রাখা দুটি পদক আসল নয়। আসলে রেপ্লিকা। এই ঘটনা সামনে নিয়ে এল খোদ চুরুলিয়ায় কাজী নজরুলের পরিবার। তাহলে আসল পদক কোথায় ? সেই নিয়েই শুরু হল নয়া বিতর্ক।
কারার ওই লৌহ কপাটেক সত্ত্ব বিক্রির মধ্যেই সামনে এলো এই বিতর্ক।কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়াতে কবি কাজী নজরুল ইসলামের একটি সংগ্রহশালা রয়েছে। সে সংগ্রহশালায় কবির খাট বিছানা থেকে শুরু করে ব্যবহৃত গ্রামোফোন, পোশাক, পান্ডুলিপি-সহ নানা জিনিসপত্র রাখা আছে। আর সেখানে শোভা পায় কবির দুটি পদকও। একটি ভারত সরকারের দেওয়া পদ্মভূষণ এবং অন্যটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেওয়া জগত্তারিনী পদক।
advertisement
advertisement
সম্প্রতি দাবি উঠছে ওই দুটি পদক নাকি আসল নয়, সে দুটি রেপ্লিকা। প্রশ্ন উঠছে তবে আসল পদক দুটি কোথায় গেল? এই প্রশ্ন তুলতে শুরু করেছেন বুদ্ধিজীবিরা। তাদের আশঙ্কা হয়ত পাচার হয়ে গিয়েছে এই দুটি পদক। বিষয়টিকে মেনে নিয়েছেন কবি পরিবারের সদস্যরা।
advertisement
চুরুলিয়ায় থাকা কবির ভাইপো কাজী রেজাউল করিম এবং সম্পর্কে নাতনি সোনালি কাজির দাবি হয়তো বা পরিবারেরই কেউ নিয়ে গিয়েছেন এই পদক দুটি। তার বদলে তারা রেপ্লিকা বসিয়ে দিয়ে গিয়েছেন।
সোনালী দেবীর দাবি বেশ কিছুদিন আগে তিনি নিউ জার্সিতে একটি প্রদর্শনীতে ওই দুটি পদক দেখেছেন। ব্যক্তিগত স্বার্থে কেউ ব্যবসা করার জন্য এই পদকগুলি চুরুলিয়া থেকে নিয়ে গেছে বলেই তাঁর দাবি। ওই পদক যেই নিয়ে যাক না কেন পদকগুলি ফিরে আসার জন্য সবাই দাবি করেছেন। সম্প্রতি চুরুলিয়ার নজরুল একাডেমী এবং তার সংগ্রহশালাকে টেকওভার করেছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এবার নজরুলের পদক নিয়েও সকলে তৎপর হোক এমনটাই চাইছেন ‘বিদ্রোহী কবি’র অনুগামীরা।
advertisement
দীপক শর্মা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 6:19 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Kazi Nazrul Islam: ‘লৌহ কপাট’-এর পর ফের বিতর্কে নজরুল! পদ্মভূষণ পদক আসল নয়? প্রশ্ন কবির পরিবারের সদস্যদেরই