West Bardhaman News: জলছত্রের আয়োজন কুলটিতে; শুধু ঠান্ডা জল নয়, রয়েছে ওআরএস, গুড় বাতাসা 

Last Updated:

এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রির কাছাকাছি। এই অবস্থায় নাজেহাল মানুষজনকে কিছুটা স্বস্তি দিতে এবং তাদের তৃষ্ণা নিবারণ করতে এই জলছত্রের আয়োজন করা হয়েছে

+
null

null

#কুলটি- লাগাতার এক সপ্তাহ ধরে দাবদাহ এবং তাপপ্রবাহে জ্বলছে পশ্চিম বর্ধমান জেলা। বেলা বাড়লে রাস্তায় বেরোতে কার্যত ভয় পাচ্ছেন মানুষজন। তবুও পেটের তাগিদে অনেক মানুষকেই এই গরম সহ্য করেও রাস্তায় বেরোতে হচ্ছে। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তীব্র রোদ এবং তাপপ্রবাহের জেরে মানুষজন নাজেহাল হয়ে পড়ছেন। সেই সমস্ত মানুষজনের ক্লান্তি দূর করতে এবং কিছুটা স্বস্তি দিতে এগিয়ে আসছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা। তাছাড়া বিভিন্ন ক্লাব, রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ভাবে মানুষজনকে স্বস্তি দিতে জলছত্রের আয়োজন করা হচ্ছে। দলের নির্দেশে তেমনই একটি জলছত্রের আয়োজন করা হয় কুলটি স্টেশন রোড সংলগ্ন এলাকায়। তৃণমূল ছাত্র পরিষদ এর তরফ থেকে এই জলছত্রের আয়োজন করা হয়। তবে এই জলছত্রে শুধুমাত্র ঠান্ডা জলের ব্যবস্থা ছিল না, ছিল আরও অনেক কিছু। ব্যবস্থা রাখা হয়েছিল ওআরএস-এর। তাছাড়াও ছিল গুড় এবং বাতাসা।
এই মুহূর্তে চিকিৎসকরা বারবার জল খেতে বলছেন। ওআরএস খাওয়ার পরামর্শ দিচ্ছেন বাইরে বেরোলে। সেই বিষয়টি মাথায় রেখেই কুলটিতে তৃণমূলের আয়োজিত এই জলছত্রে ওআরএস রাখা হয়েছিল। গাড়িচালক থেকে পথচারী, স্কুল ফেরত পড়ুয়া, সকলের মুখে তুলে দেওয়া হয়েছে ঠান্ডা জলের গ্লাস। দেওয়া হয়েছে ওআরএস মিশ্রিত জল। তাছাড়াও গুড় এবং বাতাসা খেতে দেওয়া হয়েছে পথচলতি মানুষজনকে। উদ্যোক্তারা বলছেন, এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এমত অবস্থায় নাজেহাল মানুষজনকে কিছুটা স্বস্তি দিতে এবং তাদের তৃষ্ণা নিবারণ করতে এই জলছত্রের আয়োজন করা হয়েছে। সেখানে ঠান্ডা জলের পাশাপাশি চিকিৎসকদের বার্তা মাথায় রেখে ওআরএসের ব্যবস্থাও রাখা হয়েছে। তাছাড়াও রাখা হয়েছে গুড় এবং বাতাসা।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: জলছত্রের আয়োজন কুলটিতে; শুধু ঠান্ডা জল নয়, রয়েছে ওআরএস, গুড় বাতাসা 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement