West Bardhaman News- ফাঁকা বাড়িতে এ কি কাণ্ড চলছিল! অস্ত্র কারখানার হদিশ পেয়ে চক্ষু চড়কগাছ স্থানীয়দের

Last Updated:

ওই গোপন কারখানা থেকে পিস্তল তৈরির আধুনিক লোহার পাত সহ লোহা কাটিং এর লেদ মেশিন উদ্ধার করেছে পুলিশ

+
গাড়িতে

গাড়িতে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে অস্ত্র বানানোর সরঞ্জাম।

#পশ্চিম বর্ধমান- আসানসোল কেন্দ্রের উপনির্বাচনের মুখে খোঁজ পাওয়া গেল বেআইনি অস্ত্র কারখানার। অস্ত্র কারবারিদের চক্র ফাঁস করল পুলিশ। এই ঘটনায় হতভম্ব স্থানীয় মানুষ। ফাঁকা বাড়িতে লোক চক্ষুর আড়ালে চলছিল অস্ত্র বানানোর কাজ। পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বন্দুক তৈরির সরঞ্জাম, লেদ মেশিন এবং একটি বাইক। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত স্থানীয় মানুষজন। কিছুদিন ধরেই ভিন রাজ্যের কিছু লোকজন ফাঁকা বাড়িতে ভাড়া থাকার নাম করে এই কর্মকাণ্ড চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। নির্বাচনের মুখে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। কিছুটা চিন্তিত প্রশাসনিক কর্তারাও। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র কারখানাকাণ্ডে সাফল্য পেয়েছে পুলিশ।
সূত্রের খবর, সালানপুরের চিতালডাঙ্গা গ্রামে হানা দেয় রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। তাতেই পর্দাফাঁস হয়েছে চিতালডাঙ্গা গ্রামের একটি ফাঁকা বাড়িতে চলা বেআইনি অস্ত্র তৈরির কারখানার। সালানপুর থানার রূপনারায়নপুর পঞ্চায়েতের চিতালডাঙ্গা গ্রামে এই গোপন আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পায় পুলিশ। এই ঘটনায় আগ্নেয়াস্ত্রের মূল কারবারী চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ।কারখানার ভিতর থেকে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গ্রামের ভেতরে অস্ত্র তৈরির কারখানা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। এইভাবে বাড়ির মধ্যে কারখানা তৈরি করে ওই দুষ্কৃতীরা যে আগ্নেয়াস্ত্র তৈরির কারবার চালাচ্ছে, তা কল্পনাও করতে পারেনি পুলিশ মহল। তবে এই ঘটনার পিছনে সকলেই মুঙ্গের এর বলে জানা গিয়েছে।
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে এদিন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছন। তখনই ওই গোপন কারখানা থেকে পিস্তল তৈরির আধুনিক লোহার পাত সহ লোহা কাটিং এর লেদ মেশিন উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ১২ টি নির্মিয়মান বন্দুক, বন্দুক তৈরির ২ টি লোহা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিকের নাম দীনেশ চৌধুরী। তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন। তবে স্থানীয়রাও বলেন, অনেকদিন ধরেই তারা বাড়িটি বন্ধ অবস্থায় দেখেন।কিন্তু কিছুদিন হল বাড়িটি খোলা দেখা যাচ্ছে এবং কিছু লোকের আনাগোনা হচ্ছে। তবে তাদের জানা ছিল যে বাড়িতে নাটবল্ট তৈরির কাজ হয়। তবে অস্ত্র কারখানার হদিশ মেলায় হতবাক হয়ে গিয়েছেন সকল গ্রামবাসী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ফাঁকা বাড়িতে এ কি কাণ্ড চলছিল! অস্ত্র কারখানার হদিশ পেয়ে চক্ষু চড়কগাছ স্থানীয়দের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement