Vande Bharat Express : প্রথমবার আসানসোলে পৌঁছল বন্দে ভারত, 'ধারদেনা করেও ট্রেনে উঠব!' বলছেন বাসিন্দারা

Last Updated:

Vande Bharat Express : বন্দে ভারত এক্সপ্রেস দেখতে মানুষজনের উৎসাহ ছিল তুঙ্গে। কারণ বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চলাচল করলেও, আসানসোল-সহ আশপাশের মানুষজনকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে।

+
ট্রায়াল

ট্রায়াল রানে আসানসোলে বন্দে ভারত এক্সপ্রেস।

পশ্চিম বর্ধমান: প্রতীক্ষার অবসান। অবশেষে প্রথমবার আসানসোল স্টেশনে ঢুকল বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই বাংলা থেকে তিনটি বন্দে ভারত চলাচল করছে। কিন্তু আসানসোল স্টেশনের উপর দিয়ে কোনও বন্দে ভারত চলাচল করছিল না। অবশেষে সেই আক্ষেপের অবসান। হয়ে গেল পটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান। বাংলার নতুন এই বন্দে ভারত শুধুমাত্র রাজ্যের এক্সপ্রেস স্টেশনেই থামবে। সেটি হল আসানসোল। এদিন শনিবার ট্রায়ালের সময় দুপুর ১২টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস ঢোকে আসানসোল স্টেশনে।
বন্দে ভারত এক্সপ্রেস দেখতে মানুষজনের উৎসাহ ছিল তুঙ্গে। কারণ বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চলাচল করলেও, আসানসোল-সহ আশপাশের মানুষজনকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। স্বাভাবিকভাবেই বন্দে ভারতের খবর পেয়ে মানুষজন ছুটে আসেন ভারতীয় রেলের গর্বের এই ট্রেন দেখতে। শুধুমাত্র আসানসোলের বাসিন্দারা নন, আশপাশে জেলাগুলি থেকেও অনেকেই এসেছিলেন বন্দে ভারতের ট্রায়াল রান দেখতে।
advertisement
advertisement
বাঁকুড়া থেকে আসা এক দর্শক বলছেন, ”এতদিন বন্দে ভারতের কথা শুনেছি। এবার সামনে থেকে দেখলাম। শখ পূরণের জন্য অন্তত একবার এই ট্রেনে চাপব।” প্রয়োজনে ঋণ করতেও তিনি রাজি। আবার আসানসোলের এক বাসিন্দা জানাচ্ছেন, সকালে তিনি জানতে পারেন বন্দে ভারতের ট্রায়াল রান হবে। বন্দে ভারতে এসে পৌঁছবে আসানসোলে। আর তাই তিনি ছুটে চলে এসেছেন স্টেশনে।
advertisement
রেল সূত্রে খবর, প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, পটনা হাওড়া রুটের এই বন্দে ভারত সকাল ৮টা নাগাদ পটনা স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। মাঝে থামবে জসিডি জংশন এবং আসানসোল জংশনে। তারপর দুপুর ২:৩০ মিনিট নাগাদ পৌঁছবে হাওড়া স্টেশন। আবার বিকেল ৩.৫৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। একই রুটে যাবে পটনা। ১০:৩০ মিনিট নাগাদ পটনা পৌঁছবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া যাওয়া এবং হাওড়া থেকে আসার পথে আসানসোলে দু’মিনিটের জন্য দাঁড়াবে বন্দে ভারত।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Vande Bharat Express : প্রথমবার আসানসোলে পৌঁছল বন্দে ভারত, 'ধারদেনা করেও ট্রেনে উঠব!' বলছেন বাসিন্দারা
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement