দুয়ারে সুরা ! বাড়ি বসেই পছন্দের মদ পেতে কী করবেন? কী ভাবে কিনবেন? জানুন বিশদে
- Published by:Piya Banerjee
Last Updated:
সুরাপ্রেমীদের বাড়ির দরজায় মদিরা পৌঁছে দিতে আবগারি দফতর ই-রিটেল নামে একটি ওয়েবসাইট চালু করেছে। আবগারি দফতরের মূল সাইটে ঢুকে আপনি ই-রিটেল ওয়েবসাইটে ঢুকতে পারবেন।
#বর্ধমান: রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন রাজ্যের মানুষ। এখন দুয়ারে পৌঁছে যাচ্ছে শিক্ষাও। সব প্রকল্প নিয়েই বিরোধীদের কটাক্ষ রয়েছে। অপরদিকে এই সব প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পিছপা হচ্ছেন না মানুষ। তবে রাজ্য আবগারি দফতরের দুয়ারে সুরা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন অনেকে। কিন্তু আপনারা কি জানেন কিভাবে বাড়িতে পাবেন সুরাপানের স্বাদ? কি পদ্ধতি রয়েছে তার জন্য?
প্রথমত আপনাদের জানিয়ে রাখি, সুরাপ্রেমীদের বাড়ির দরজায় মদিরা পৌঁছে দিতে আবগারি দফতর ই-রিটেল নামে একটি ওয়েবসাইট চালু করেছে। আবগারি দফতরের মূলসাইটে ঢুকে আপনি ই-রিটেল ওয়েবসাইটে ঢুকতে পারবেন। সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আপনি বাড়িতে বসে সুরাপানের স্বাদ পেতে পারেন।
আবগারি দফতরের ওয়েবসাইটে যাওয়ার জন্য গুগলে গিয়ে আপনি wb excise e retail সার্চ করতে পারেন। অথবা সরাসরি এই লিঙ্কে https://excise.wb.gov.in/eretail/Page/eRetail_Login.aspx ক্লিক করে আপনি ওয়েবসাইটে ঢুকতে পারবেন
advertisement
advertisement
ওয়েবসাইটে ঢোকা মাত্রই আপনাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে বলা হবে। আপনি নতুন গ্রাহক হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আপনার প্রয়োজন হবে একটি মোবাইল নম্বর, আপনার সম্পূর্ণ নাম, ঠিকানা, আর একটি ল্যান্ডমার্ক। আর আপনাকে জন্মতারিখ দিতে হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশনের জন্য আপনার বয়স অবশ্যই ২১ বা তার বেশি হতে হবে।
advertisement
আপনার নাম, ঠিকানা, বয়স, ফোন নম্বর, জন্মতারিখ দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সমস্ত তথ্য দেওয়ার পরে আপনার ফোনে একটি ওটিপি আসবে। সেই ছয় ডিজিটের ওটিপি সাবমিট করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। সব তথ্য দেওয়া হয়ে গেলে আপনাকে একটি রিভিউ পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে সব তথ্য ঠিক থাকলে আপনাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে।
advertisement
পরবর্তী পর্যায়ে আপনাকে রিডাইরেক্ট করে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার রেজিস্ট্রার্ড ফোন নম্বর ও ক্যাপচা দিতে হবে। পাশাপাশি আপনার ফোনে একটি ছয় ডিজিটের পাসওয়ার্ড আসবে। সেটিও নির্দিষ্ট স্থানে আপনাকে দিতে হবে। তাহলেই আপনি রাজ্য আবগারি দফতর পরিচালিত ই-রিটেল ওয়েবসাইটে ঢুকতে পারবেন।
ওয়েবসাইটে ঢোকার পরে আপনি নিজের পছন্দ মতো দোকান থেকে পছন্দের সুরা বাড়ি আনিয়ে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে দুটি বিষয় মনে রাখযতে হবে। প্রথমত আপনার বাড়ি থেকে ১০ কিলোমিটারের মধ্যে দোকান না হলে অর্ডার বাতিল হয়ে যেতে পারে। আর সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টার মধ্যে আপনাকে অর্ডার করতে হবে। আপনার অর্ডার ডেলিভারি করা হবে সন্ধে সাতটা থেকে রাত দশটার মধ্যে। আর ওয়েবসাইটে লগ ইন করার জন্য ফোন নম্বরের পাশাপাশি, ফোনে প্রাপ্ত ছয় ডিজিটের সিক্রেট পিনটিও প্রয়োজন হবে। তাই অফ শপে লাইনে না দাঁড়িয়ে বাড়িতে বসে সুরাপান করতে হলে এইছয় ডিজিটের পিনটিও আপনাকে মনে রাখতে হবে। তারপর আপনি ই-রিটেল ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী অর্ডার করতে পারবেন আপনার পছন্দের মদিরা।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
February 17, 2022 8:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
দুয়ারে সুরা ! বাড়ি বসেই পছন্দের মদ পেতে কী করবেন? কী ভাবে কিনবেন? জানুন বিশদে

