West Bardhaman News: মেলায় খেলা চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা, দর্শক আসনে ছিটকে এসে পড়ল বাইক
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মেলায় মত কি কুয়া-র খেলা চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা, দর্শক আসনে ছিটকে এসে পড়ল বাইক! চালকসহ গুরুতর আহত ১০ দশক
পশ্চিম বর্ধমান: খেলা চলাকালীন দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার ছবি ধরা পড়ল মোবাইলে। সালানপুরের মুক্তাইচণ্ডি মেলায় বসেছে 'মত কা কুয়া'। এক বিপজ্জনক বিনোদন, যা বাংলার বিভিন্ন গ্রামীণ মেলায় দেখা যায়। একটি কাঠের তৈরি পাতকুয়ার মত জায়গায় বাইক নিয়ে বিপজ্জনকভাবে উপর থেকে নিচ ঘুরতে থাকে চালক। সেই 'মত কা কুয়া'-র বিনোদন প্রদানকারী বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলেন নিচে। আর বাইকটি ছিটকে এসে পড়ল দর্শকাসনে!
এই ঘটনায় ৯ জন দর্শক আহত হয়েছেন। আঘাত পেয়েছেন বাইক চালকও। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি।
advertisement
সালানপুরের অন্যতম বড় মেলা হল এই মুক্তাইচন্ডি মেলা। আর সেই মেলায় রবিবার রাতে 'মত কি কুয়া'-র খেলা চলাকালীন দুর্ঘটনা ঘটে। পুলিশ ও মেলা কমিটির উদ্যোগে আহতদের দ্রুত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। তার মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা করা হচ্ছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার মেলায় প্রচুর ভিড় হয়েছিল। 'মত কি কুয়া'-র শো দেখার জন্য বহু মানুষ হাজির হয়েছিলেন। তখনই আচমকা এই দুর্ঘটনা ঘটে। দর্শক আসনে ছিটকে এসে পড়া বাইকের আঘাতে আহত দর্শকদের মধ্যে এক মহিলা ও এক শিশুও আছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পরই মেলায় বড় নাগরদোলা ও মত কি কুয়া-র শো বন্ধ করে দেওয়া হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 12:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: মেলায় খেলা চলাকালীন ভয়ঙ্কর দুর্ঘটনা, দর্শক আসনে ছিটকে এসে পড়ল বাইক