West Bardhaman News: শুরু হওয়া কুলটির গ্রিন প্রজেক্ট হিমঘরে! পড়ে থাকা জমি আজ দুষ্কৃতীদের মুক্তাঞ্চল
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
দমকল কেন্দ্র তৈরির কাজ শুরু হলেও গোটা প্রকল্পই আজ হিমঘরে। কুলটিবাসীর একরাশ ক্ষোভ।
আসানসোল: স্থানীয়দের দাবি ছিল এলাকায় একটি দমকল কেন্দ্র তৈরির। সেই দাবিকে মান্যতা দিয়ে গ্রিন প্রজেক্ট দমকল কেন্দ্র প্রকল্প নেওয়া হয়েছিল। আবেদন জানানো হয়েছিল প্রশাসনের বিভিন্ন স্তরে। প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে খতিয়ে দেখার পর দেওয়া হয়েছিল সবুজ সংকেত। তারপর কুলটির কুলতোরা এলাকায় ২০১৯ সালে শুরু হয়েছিল গ্রিন প্রজেক্টের কাজ।
কিন্তু সেই কাজ সম্পন্ন করা যায়নি। ২০১৯ সালে কাজ শুরু হওয়ার কিছুদিন বাদে করোনা কালে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। ১২০ একর জমিতে নেওয়া প্রকল্প তারপর থেকে পড়ে রয়েছে হিমঘরে। গ্রিন প্রজেক্টের কাজে আর অগ্রগতি হয়নি তারপর থেকে। ফলে বিশাল এই জমি নষ্ট হচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, গ্রিন প্রজেক্টের জমি দখল হয়ে যাচ্ছে।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছেন আসানসোল পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তবসুমা আরা। তিনি বলেছেন, কুলটিবাসীর জন্য এই প্রকল্প নেওয়া হয়েছিল। প্রশাসনের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু কাজ করোনাকালে বন্ধ হয়ে যায়। তারপর নানাভাবে চেষ্টা করেছেন তিনি। কিন্তু কাজ আর শুরু করা যায়নি। উল্টে সরকারি জমি নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন, যাতে করে এই সরকারি জমি রক্ষা করা যায়। প্রকল্পের কাজ আবার শুরু হয়।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2024 4:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: শুরু হওয়া কুলটির গ্রিন প্রজেক্ট হিমঘরে! পড়ে থাকা জমি আজ দুষ্কৃতীদের মুক্তাঞ্চল