Dharmaraj Gajan Festival: প্রায় কয়েকশো সন্ন্যাসীর সমাগম! সাড়ম্বরে পালিত হল ধর্মরাজের গাজন উৎসব

Last Updated:

কোথাও ৫০০ বছরের প্রাচীন গাজন উৎসবে মেতে উঠেছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে সন্ন্যাসীরা। আবার কোথাও সাড়ম্বরে পালিত হচ্ছে ২০০ বছরেরও বেশি প্রাচীন গাজন উৎসব

+
গাজন

গাজন উপলক্ষ্যে মন্দিরে সন্যাসিদের ভিড়।

#পশ্চিম বর্ধমান: জেলাজুড়ে মহা সমারোহের সঙ্গে পালিত হচ্ছে ধর্মরাজের গাজন। করোনার ধাক্কা কাটিয়ে স্বমহিমায় ফিরেছে গাজন উৎসবের আমেজ। বিভিন্ন প্রাচীন গাজন উৎসব পালিত হচ্ছে জেলার বিভিন্ন জায়গায়। কোথাও ৫০০ বছরের প্রাচীন গাজন উৎসবে মেতে উঠেছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে সন্ন্যাসীরা। আবার কোথাও সাড়ম্বরে পালিত হচ্ছে ২০০ বছরেরও বেশি প্রাচীন গাজন উৎসব। তাছাড়াও একাধিক ছোট বড় গাজন উৎসব পালিত হচ্ছে জেলায়।
মূলত বুদ্ধ পূর্ণিমায় ধর্মরাজের গাজন উৎসব পালিত হয় বাংলার বিভিন্ন গ্রামেগঞ্জে। পশ্চিম বর্ধমান জেলাতেও তার অন্যথা হয় না। সেই মতই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ধর্মরাজের গাজন পালিত হচ্ছে। আসানসোলের ডামড়া গ্রামে ৫০০ বছরেরও বেশি প্রাচীন গাজন উৎসবে মেতে উঠেছেন সন্ন্যাসী থেকে স্থানীয় মানুষজন। প্রায় কয়েকশো সন্ন্যাসী রীতিনীতি মেনে গাজন উৎসব পালন করছেন।
advertisement
advertisement
উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় মানুষদের। তাছাড়াও বহু প্রাচীন এই গাজনকে কেন্দ্র করে মেলা বসেছে ডামরা গ্রামে। গত দু'বছর করোনা সংক্রমণের জেরে সেই ভাবে এই প্রাচীন ধর্মরাজের গাজন পালন করা সম্ভব হয়নি। কিন্তু চলতি বছরে সংক্রমণ অনেকটা কমে যাওয়ায়, পুরনো মেজাজে গাজন উৎসবের আয়োজন করেছেন উদ্যোক্তারা।
advertisement
অন্যদিকে, কুলটির নিয়ামতপুরে পালিত হচ্ছে ২০০ বছরের বেশি প্রাচীন ধর্মরাজের গাজন। সেখানেও বহু সন্ন্যাসী যেমন ভিড় করেছেন, তেমনভাবেই স্থানীয়দের মধ্যেও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে উৎসবকে কেন্দ্র করে। ডামরা গ্রামের গাজনে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে। সব মিলিয়ে এই গরমের মরশুমে উৎসবের আমেজে জেলার বহু মানুষ।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Dharmaraj Gajan Festival: প্রায় কয়েকশো সন্ন্যাসীর সমাগম! সাড়ম্বরে পালিত হল ধর্মরাজের গাজন উৎসব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement