Paschim Bardhaman: ঢাকের তালে বর্ণাঢ্য শোভাযাত্রায় মনোনয়নপত্র জমা বিহারীবাবুর

Last Updated:

ঢাকের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করলেন শত্রুঘ্ন সিনহা। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। রবিবার সন্ধ্যায় পা রেখেছেন শহরে।

+
হুড

হুড খোলা জিপে মনোনয়নপত্র জমা করতে যাচ্ছেন শত্রুঘ্ন সিনহা।

আসানসোল: ঢাকের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করলেন শত্রুঘ্ন সিনহা। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। রবিবার সন্ধ্যায় পা রেখেছেন শহরে। আজ সোমবার তিনি ঢাকের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জেলাশাসকের দপ্তরে গিয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন সস্ত্রীক জেলাশাসকের দপ্তরে গিয়েছিলেন মনোনয়নপত্র জমা করতে। সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতারা। আসানসোল শহরে শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করতে যান শত্রুঘ্ন সিনহা।সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক, সাংসদ কল্যাণ ব্যানার্জি, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। এই শোভাযাত্রায় শত্রুঘ্ন সিনহার সঙ্গী ছিলেন তার স্ত্রী পুনম সিনহা। এদিন সাড়ে দশটার দিকে শোভাযাত্রা শুরু হয়। ঢাকের তালের সঙ্গে হুড খোলা জিপে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে নাড়তে জেলাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা করতে যান তৃণমূলের এই তারকা প্রার্থী। তারপর জেলা শাসকের কাছে নিজের নির্বাচনে লড়ার আবেদন পত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা তৃণমূলের পক্ষ থেকে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে কার্যত উৎসবে মেতে উঠেছিলেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। রবিবার সন্ধ্যার শহরে পা রেখে বিজেপির বহিরাগত তত্ত্বকে উড়িয়ে দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা।তারপর সোমবার নিজের মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার সময় নিজেকে আসানসোলের মানুষ বলেই পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন তিনি। উল্লেখ্য, শত্রুঘ্নসিনহার হয়ে প্রচারে আসবেন বলিউডের দাবাং গার্ল তথা তাঁর মেয়ে সোনাক্ষী সিনহা। যদিও এখনো পর্যন্ত তিনি শহরে এসে পৌঁছন নি। তবে তার আগে বলিউডের আরেক তারকা তথা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা নিজের প্রচার করবেন বলে দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। প্রচার শুরুর আগে সোমবার নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন তৃণমূলের এই তারকা প্রার্থী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: ঢাকের তালে বর্ণাঢ্য শোভাযাত্রায় মনোনয়নপত্র জমা বিহারীবাবুর
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement