Extramarital Affair: প্রতিবেশীর সঙ্গে স্ত্রী-র মাখামাখি, মোটে পছন্দ ছিল না স্বামীর, তারপর...
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বাড়বাড়ন্ত দেখে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন পেশায় রাজমিস্ত্রি রাম দাস। আর তারপরেই এমন মর্মান্তিক ঘটনা।
পশ্চিম বর্ধমান : এক ডাম্পার চালকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা। অন্ডাল থানার অন্তর্গত শ্রীরামপুর এলাকার ঘটনা। অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ডাম্পার চালক বীরেন্দর সিংকে খুন করা হয়েছে। প্রতিবেশীর হাতে ওই ডাম্পার চালক খুন হয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ডাম্পার চালকের প্রতিবেশী রাম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দুর্গাপুর মহকুমা আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাম দাসের স্ত্রীর সঙ্গে ডাম্পারচালক বীরেন্দর সিং-র বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতেন রাম দাস। কিন্তু প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেম কিছুতেই মানতে পারছিলেন না তিনি। এই বিষয়ে স্ত্রীকে সাবধান করেছিলেন।
আরও দেখুন
advertisement
বিষয়টি নিয়ে রাম দাস এবং তার স্ত্রীর মধ্যে বাদানুবাদ হয়েছে। কিন্তু স্ত্রীকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বাড়বাড়ন্ত দেখে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন পেশায় রাজমিস্ত্রি রাম দাস। আর তারপরেই এমন মর্মান্তিক ঘটনা।
advertisement

ঘটনা প্রসঙ্গে পুলিশ এবং স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য রাম দাস ডাম্পার চালক বীরেন্দ্রর গলার নলি কেটে দেন কাটারি দিয়ে। রক্তাক্ত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জেরে রাস্তাতেই তার মৃত্যু হয়।
advertisement
অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত রাম দাস। তদন্তের জন্য অভিযুক্তের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তারপর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হলে, বিচারক সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 12:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Extramarital Affair: প্রতিবেশীর সঙ্গে স্ত্রী-র মাখামাখি, মোটে পছন্দ ছিল না স্বামীর, তারপর...