Paschim Bardhaman: ভোট দাতাদের উৎসাহ প্রদানে ট্যাবলো ও বাউল গানের মাধ্যমে প্রচার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
অভিনব ভাবে নির্বাচন নিয়ে সচেতনতা নিয়ে প্রচার করা হল আসানসোলে। জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক এর দপ্তরের উদ্যোগে একটি ট্যাবলো মাধ্যমে প্রচার করা হয়েছে। আসানসোলের উপ নির্বাচনে ভোট দাতাদের অংশগ্রহণ করতে উৎসাহ দেওয়ার জন্য এই সচেতনতা প্রচারের আয়োজন কর?
আসানসোল: হাতে আর মাত্র সপ্তাহ দুয়েক। তারপরেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। ইতিমধ্যেই জোরকদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। আগামী এপ্রিল মাসের ১২ তারিখে হবে নির্বাচন। ১৬ তারিখে হবে ফল ঘোষণা। স্বাভাবিকভাবেই প্রচারে ঝড় তুলছেন সমস্ত দলের প্রার্থীরা। অভিনবভাবে হচ্ছে প্রচার। তার মধ্যেই অভিনব ভাবে নির্বাচন নিয়ে সচেতনতা নিয়ে প্রচার করা হল আসানসোলে। জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক এর দপ্তরের উদ্যোগে একটি ট্যাবলো মাধ্যমে প্রচার করা হয়েছে। আসানসোলের উপ নির্বাচনে ভোট দাতাদের অংশগ্রহণ করতে উৎসাহ দেওয়ার জন্য এই সচেতনতা প্রচারের আয়োজন করা হয়েছিল। সেখানে ভোট দানের সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত, সে বিষয়ে যেমন অবগত করা হয়েছে, ঠিক তেমনভাবেই কি কি করনীয় নয়, সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভোটদানে উৎসাহ প্রদান করা হয়েছে জেলার মানুষকে। অন্যদিকে নতুন ভোটার থেকে শুরু করে বয়স্ক ভোটার, সকলেই যাতে ভোট দিতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। নতুন ভোটারদের উৎসাহ প্রদান করা হয়েছে ভোটদানের জন্য। অন্যদিকে বয়স্কদের জন্য বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত বিষয়ে প্রচার চালানো হয়েছে। তার সঙ্গে বাউল গানের মাধ্যমে প্রচার করা হয়েছে আসানসোলে। বাউল শিল্পীরা নিজেদের গানের মাধ্যমে নির্বাচন সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেছেন।উল্লেখ্য, উপনির্বাচন হলেও আসানসোল কেন্দ্রের ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক মহল বিশেষভাবে নজর রেখেছে। কারণ রাজনৈতিক মহলের কাছে আসানসোল লোকসভা কেন্দ্রের এই নির্বাচনের ফলাফল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই কেন্দ্রের উপ নির্বাচন নিয়ে যেমন ভাবে মাঠে নেমেছেন সমস্ত প্রার্থীরা, যেমনভাবে কড়া নজর রয়েছে রাজনৈতিক মহলের, ঠিক তেমনভাবেই নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের তরফ থেকে আসানসোল কেন্দ্রের লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে।
Location :
First Published :
March 29, 2022 1:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: ভোট দাতাদের উৎসাহ প্রদানে ট্যাবলো ও বাউল গানের মাধ্যমে প্রচার
