Asansol Byelection: উপনির্বাচন উপলক্ষে চারটি দলের প্রার্থীদের জমজমাট প্রচার আসানসোলের বিভিন্ন জায়গায়

Last Updated:

একদিকে যেমন তড়তড় করে বাড়ছে তাপমাত্রার পারদ, ঠিক তেমনভাবেই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সমস্ত দলগুলি। নিজেদের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছেন সমস্ত প্রার্থীরা

আসানসোলের বুধা এলাকায় প্রচারে অগ্নিমিত্রা পল।
আসানসোলের বুধা এলাকায় প্রচারে অগ্নিমিত্রা পল।
#আসানসোল: আর কয়েকদিন বাদেই আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন (Asansol Byelection)। তীব্র রোদ উপেক্ষা করে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন তড়তড় করে বাড়ছে তাপমাত্রার পারদ, ঠিক তেমনভাবেই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সমস্ত দলগুলি। নিজেদের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছেন সমস্ত প্রার্থীরা। নির্বাচনের এক সপ্তাহ আগে সেই প্রচারের তেজ বেড়েছে আরও কিছুটা।
মঙ্গলবার আসানসোলের বুধা সংলগ্ন এলাকায় হুড খোলা গাড়িতে চেপে গায়ক তথা বিজেপি নেতা মনোজ তেওয়ারিকে সঙ্গে নিয়ে প্রচার সারলেন আসানসোল উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Asansol Byelection)।এদিন প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পল বলেছেন, "আসানসোল নিজের মেয়েকে চায়।" এই স্লোগান সম্পর্কে অগ্নিমিত্রা পল বলেন, "বাংলা নিজের মেয়েকে চায়, আমরা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই স্লোগান শিখেছি। কিন্তু আসানসোলও নিজের মেয়েকে চায়।"
advertisement
এদিন অগ্নিমিত্রা পলের হয়ে প্রচারে এসে গায়ক তথা বিজেপি নেতা মনোজ তেওয়ারি তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কিছুটা কটাক্ষ করেন। তিনি কটাক্ষের সুরে বলেন, "উনি এখন আর বিহারীবাবু নেই। বাঙালি বাবু হয়ে গিয়েছেন। এটা শুনেও মাঝেমধ্যে হাসি পায়। তবে আসানসোলের মানুষ কাকে চান, তার জবাব মানুষ ভোট বাক্সে দিয়ে দেবেন।"
advertisement
অন্যদিকে, তীব্র রোদ উপেক্ষা করে প্রচার সেরেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে নিজের মতো করে প্রচার করছেন (Asansol Byelection)। সঙ্গে থাকছেন জেলা তৃণমূলের বিভিন্ন নেতা। কখনো রোড শো করতে দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহাকে। কখনও আবার হুড খোলা জিপে চেপে প্রচার করছেন। আবার বিভিন্ন ব্লকে গিয়ে কর্মীসভা সারছেন।
advertisement
উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থীকে সবসময় সতেজ মেজাজে পাওয়া যাচ্ছে। কখনও তিনি আদিবাসীদের সঙ্গে মাদলের তালে নাচ করছেন, কখনো আবার খ্রিস্টান সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় যোগ দিচ্ছেন। সব জায়গার প্রচারে গিয়ে তিনি নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
পাশাপাশি তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন আসানসোল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। সমস্ত জায়গাতে শত্রুঘ্ন সিনহাকে দেখতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই সেলফি তুলতে এগিয়ে আসছেন। সমস্ত অনুগামী, দলীয় কর্মী সমর্থকদের আবদার মেটাচ্ছেন উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
advertisement
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বাম প্রার্থী পার্থ মুখার্জীও জোরকদমে প্রচার চালাচ্ছেন। বিভিন্ন জায়গায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার করছেন তিনি। প্রার্থীর হয়ে প্রচার করে গিয়েছেন মহম্মদ সেলিম। অন্যদিকে অভিনব ভাবে প্রচার করতে দেখা গিয়েছে এই কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুততুন্ডকে। ঠেলা গাড়ি চালিয়ে প্রতিবাদের মাধ্যমে নির্বাচনী প্রচার করেছেন তিনি। জ্বালানি তেল এবং এলপিজির ঊর্ধ্বমুখী দামের জন্য কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঠেলা গাড়ি চালিয়ে নির্বাচনী প্রচার সেরেছেন আসানসোল উপ নির্বাচনের কংগ্রেস প্রার্থী।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol Byelection: উপনির্বাচন উপলক্ষে চারটি দলের প্রার্থীদের জমজমাট প্রচার আসানসোলের বিভিন্ন জায়গায়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement