হোম /খবর /পশ্চিম বর্ধমান /
দুর্গাপুরে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল, বিষকামড়ে হাসপাতালে দলেদলে মানুষ!

Durgapur News: দুর্গাপুরে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল, বিষকামড়ে হাসপাতালে দলেদলে মানুষ! পরিস্থিতি ভয়ানক

X
মৌমাছির [object Object]

Durgapur News: চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার মৌমাছির হামলার কবলে পড়ল দুর্গাপুর। বিগত কয়েকদিন আগে মৌমাছির হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

  • Share this:

দুর্গাপুর : ফের মৌমাছির হামলা দুর্গাপুরে। এবার মৌমাছি হামলায় দুর্গাপুর আক্রান্ত ১০ জন। যার মধ্যে রয়েছেন একই পরিবারের তিনজন। তাছাড়াও শহরের অনেকে এই মৌমাছির হামলা আক্রান্ত হয়েছেন। দুর্গাপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে হঠাৎ করে শনিবার বেলার দিকে হামলা চালায় একদল মৌমাছি। মৌমাছির কামড়ে বেশ কয়েকজন রীতিমতো নাজেহাল হয়ে পড়েছেন। সকলকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে সকলকেই দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। তবে পরিস্থিতির দিকে নজর দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ তাদের অবজারভেশনে রাখা হয়। তবে কারওর অবস্থা গুরুতর হয়নি।

প্রসঙ্গত, চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার মৌমাছির হামলার কবলে পড়ল দুর্গাপুর। বিগত কয়েকদিন আগে মৌমাছির হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। মৌমাছির কামড়ে রীতিমত নাজেহাল হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন। মশাল জ্বালিয়ে সে সময় কোনওক্রমে মৌমাছি হামলা থেকে রক্ষা পাওয়া গিয়েছিল। তবে সেই রেশ কাটতে না কাটতে, ফের একবার শহর জুড়ে হামলা চালাল মৌমাছির দল।

আরও পড়ুন: এবার ঝেঁপে বৃষ্টি, বাদ নেই কলকাতাও! বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের, সতর্ক থাকতেই হবে

এদিন দুর্গাপুরের একটি স্কুলের সামনে দিয়ে যাতায়াত পড়ার সময় হঠাৎ করেই মৌমাছির দল হাজির হয়, এবং সে সময় পথ চলতেই সবাইকে আক্রমণ করে। সকলে তখন উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: আবর্জনায় খোঁজ মিলল রবীন্দ্রনাথের মূর্তির মাথার, বাকি অংশ কই! লজ্জায় মুখ ঢাকছে বাংলাদেশ

এই ঘটনার পর ফের একবার শহরবাসীর আবেদন, বন দফতর এই মৌমাছির বিরুদ্ধে পদক্ষেপ করুক। কারণ এই সময় শহরের বিভিন্ন জায়গায় মৌমাছির চাক গড়ে উঠতে দেখা যায় এবং অনেক সময় তারা হামলা চালায়। যার ফলে আক্রান্ত হন সাধারন মানুষ। তাই বন দফতরের কাছে মানুষের আবেদন, যত দ্রুত সম্ভব শহরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা মৌমাছির চাকগুলির দিকে নজর দিক বন দফতর। পাশাপাশি সেগুলিকে উদ্ধার করা হোক। নয়তো বারবার আক্রান্ত হতে হবে সাধারণ মানুষকে।

Published by:Suman Biswas
First published:

Tags: Bee, Durgapur news, West Bengal news