West Bardhaman News- এলাকা কার, সেই দ্বন্দ্বে রেললাইনের পাশে চারদিন ধরে পরে থাকল দেহ

Last Updated:

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে রেললাইন থেকে দশ ফুটের মধ্যে কোনো দেহ পড়ে থাকলে তা রেল পুলিশ উদ্ধার করতে পারে। কিন্তু দেহটি প্রায় ১৫ ফুট দূরত্বে পড়েছিল

+
সালানপুর

সালানপুর রেললাইনের পাশে এভাবেই পড়েছিল দেহটি।

#পশ্চিম বর্ধমান- এলাকা কার, সেই দ্বন্দ্বে চারদিন ধরে পড়ে রইলো মৃতদেহ। এমনই ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লক। সালানপুরের মাঝিপাড়ার কাছে একটি দেহ বিগত তিন চারদিন ধরে পড়েছিল। স্থানীয় মহিলা এবং বাসিন্দারা প্রথমে দেহটি দেখে স্টেশন ম্যানেজারকে খবর দেওয়া হয়। কিন্তু দেহ উদ্ধার নিয়ে চলতে থাকে জটিলতা। রেললাইনের পাশের জঙ্গলে বিগত তিন চারদিন ধরে পড়েছিল দেহটি। এই নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে। অন্যদিকে মৃত দেহটিতে পচন ধরতে শুরু করেছিল। দুর্গন্ধে টিকতে পারছিলেন না স্থানীয়রা। রেলের কাছে উদ্ধারের প্রশ্ন করা হলে, রেলের তরফ থেকে জবাব পাওয়া গিয়েছে, যে এলাকায় দেহটি পড়েছিল তা রেলের এলাকার মধ্যে নয়। ফলে দেহটি উদ্ধার করা হয়নি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রেললাইন থেকে দশ ফুটের মধ্যে কোন দেহ পড়ে থাকলে তা রেল পুলিশ উদ্ধার করতে পারে। কিন্তু দেহটি প্রায় ১৫ ফুট দূরত্বে পড়েছিল। যে কারণে বিলম্ব হয়েছে। যদিও অবশেষে রেল পুলিশের পক্ষ থেকে দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির কোন খোঁজ খবর পাওয়া যায়নি।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, এইভাবে মৃতদেহ পড়ে থাকার জন্য তাদের রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রথমত দেহটি পড়ে থাকার ফলে দুর্গন্ধে টিকতে পারছেন না এলাকার মানুষ। অথচ ওই জায়গায় স্থানীয়দের যাওয়া-আসা রয়েছে। স্থানীয় ছোট শিশুরাও ওই ভাবে দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হতে পারে। এই সমস্ত বিষয় ভেবে পুলিশের কাছে খবর দেওয়া হয়। কিন্তু এলাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তিন চারদিন ধরে রেললাইনের পাশের জঙ্গলে দেহটি পড়েছিল। যদিও অবশেষে উদ্ধার করা হয়েছে দেহটি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- এলাকা কার, সেই দ্বন্দ্বে রেললাইনের পাশে চারদিন ধরে পরে থাকল দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement