West Bardhaman News- দানবাবার মেলার শোভাযাত্রায় আলোকসজ্জার মধ্যে ফুটে উঠল কন্যাশ্রী, সবুজ সাথী
- Published by:Samarpita Banerjee
Last Updated:
কন্যাশ্রী প্রকল্পের বিশ্বের দরবারে স্বীকৃতি পাওয়ার মুহূর্ত তুলে ধরা হয়েছে আলোক সজ্জার মাধ্যমে। অপর দিকে দুয়ারে সরকার কর্মসূচি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, ও সবুজ সাথী প্রকল্পকেও তুলে ধরা হয়েছে আলোক সজ্জার মাধ্যমে
#পশ্চিম বর্ধমান- রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গুলিকে নিয়ে আলোক সজ্জার মাধ্যমে শোভাযাত্রা নজর কাড়ল পানাগড়ে। পানাগড়ের মোল্লাপাড়ার কাঁকসায় একটি ক্লাবের উদ্যোগে একদিকে যেমন কন্যাশ্রী প্রকল্পের বিশ্বের দরবারে স্বীকৃতি পাওয়ার মুহূর্ত তুলে ধরা হয়েছে আলোক সজ্জার মাধ্যমে, অপর দিকে দুয়ারে সরকার কর্মসূচি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, ও সবুজ সাথী প্রকল্পকেও তুলে ধরা হয়েছে আলোক সজ্জার মাধ্যমে।
পাশাপাশি এদিন আলোক সজ্জার মাধ্যমে করোনা সচেতনতার প্রচারও করা হয়। ক্লাবের সদস্য তথা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাবিরুল মল্লিক জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে কাঁকসার দানবাবা মেলা উপলক্ষ্যে দানবাবার সমাধিতে ক্লাবের তরফ থেকে চাদর চাপানো হয়। যেটা শোভাযাত্রা করে দানবাবার মাজার পর্যন্ত যায়। গত ৯ তারিখ থেকে শুরু করে মেলা চলবে ১৬ তারিখ পর্যন্ত। মেলায় বিভিন্ন ক্লাব ও বিভিন্ন সংগঠন থেকে দানবাবার সমাধিতে চাদর চাপানোর জন্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় এবছর কাঁকসা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে স্থির হয়, রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পগুলির মধ্যে থেকে সবথেকে বেশি সংখ্যক মানুষ যে সমস্ত প্রকল্পের থেকে সুবিধা পাচ্ছে বা যে সমস্ত প্রকল্পের জন্য আজ বাংলার মানুষ গর্ব বোধ করেন, সেই সমস্ত প্রকল্পগুলি আরও বেশি করে যাতে প্রচার পায় তার জন্য এই সিদ্ধান্ত। ক্লাবের সদস্যদের মধ্যে সিদ্ধান্ত হয়, এবছর তাদের শোভাযাত্রায় সরকারি প্রকল্পগুলিকে আলোক সজ্জার মাধ্যমে তুলে ধরা হবে। এলাকার বাসিন্দা অভিজিৎ মুখার্জি জানিয়েছেন, রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে এসেছে, তার থেকে বহু মানুষ উপকৃত হচ্ছেন। সেই সমস্ত প্রকল্প গুলিকে যেভাবে কাঁকসা ক্লাবের পক্ষ থেকে আলোক সজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
Location :
First Published :
March 16, 2022 3:38 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- দানবাবার মেলার শোভাযাত্রায় আলোকসজ্জার মধ্যে ফুটে উঠল কন্যাশ্রী, সবুজ সাথী