Paschim Bardhaman News: ভাড়া নেওয়া হয় মোটা টাকা! অথচ কমিউনিটি হলের সাফাই পর্যন্ত হয় না, ক্ষুব্ধ জনগণ
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
West Bardhaman News: স্থানীয় কমিউনিটি হলের সাফাই হয় না বলে অভিযোগ। হলের চারিদিকেই রয়েছে আবর্জনার স্তুপ।
পানাগড়: যে কোনও অনুষ্ঠানের জন্য দেওয়া হয় ভাড়া। নেওয়া হয় দস্তুর মত মোটা অর্থ। অথচ সেই কমিউনিটি হলের হাল বেহাল। কমিউনিটি হলের চারিদিকে জমে রয়েছে আবর্জনা স্তূপ। ঠিকমতো হয় না সাফ সাফাই। শুধুমাত্র ভাড়া দেওয়া হলে নম নম করে শৌচালয় পরিষ্কার করানো হয়। কমিউনিটি হলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে স্থানীয় প্রশাসনের ওপর। স্থানীয় মানুষের জন্য তৈরি এই কমিউনিটি হল পড়ে রয়েছে পরিচর্যার অভাব নিয়ে।
পানাগর বাজারে কমিউনিটি হলটি তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগে । রক্ষণাবেক্ষণের দায়িত্ব বর্তমানে রয়েছে কাঁকসা পঞ্চায়েত সমিতির উপর। তবে স্থানীয় কমিউনিটি হলের সাফাই হয় না বলে অভিযোগ। হলের চারিদিকেই রয়েছে আবর্জনার স্তুপ। এই বিয়ের মরশুমে বিভিন্ন মানুষ কমিউনিটি হলটি ভাড়া নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য। তার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা করে ভাড়াও নেওয়া হচ্ছে। অথচ হলের সাফ সাফাইয়ের দিকে কোনও নজর নেই বলেই অভিযোগ। হলে অনুষ্ঠানের জন্য ভাড়া নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেক জনকে। এমনকি স্থানীয়রা বেহাল অবস্থা নিয়ে সরব হচ্ছেন।
advertisement
advertisement
এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি জানিয়েছেন, তিনি বিষয়টির দিকে নজর দেবেন। এই বিষয়ে কাঁকসার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে আলোচনা করবেন। যাতে হল ভাড়া নিয়ে মানুষকে সমস্যার মুখে পড়তে না হয়, সেদিকে নজর দেবেন তিনি। স্থানীয়রাও বলছেন, অনুষ্ঠানের ক্ষেত্রে এলাকার এই কমিউনিটি হলটি বড় ভরসা। তাই এই হল পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ঠিকঠাক অবস্থায় থাকলে এলাকাবাসীর অনেক সুবিধা হবে।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 2:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: ভাড়া নেওয়া হয় মোটা টাকা! অথচ কমিউনিটি হলের সাফাই পর্যন্ত হয় না, ক্ষুব্ধ জনগণ