Paschim Bardhaman: গাছ তলায় পড়ুয়াদের পাঠ দান আসানসোলে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আসানসোলের হীরাপুরে গাছ তলায় পড়ানো হল পড়ুয়াদের। লাল বাহাদুর শাস্ত্রী স্কুলের ময়দানে এদিন স্কুলপড়ুয়াদের পাঠদান করানো হয়।
পশ্চিম বর্ধমানঃ অভিনব পাঠশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি। আসানসোলের হীরাপুরে গাছ তলায় পড়ানো হল পড়ুয়াদের। লাল বাহাদুর শাস্ত্রী স্কুলের ময়দানে এদিন স্কুলপড়ুয়াদের পাঠদান করানো হয়। এদিন ভোট প্রচারের ফাঁকে সেখানে গিয়ে হাজির হন ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র। পড়ুয়াদের বেশ বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এদিন পাঠদান করা হয়েছে পড়ুয়াদের।
Location :
First Published :
January 29, 2022 1:12 PM IST
