Paschim Bardhaman: জলপাই পোশাকে, রাইফেল কাঁধে রাস্তায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যদের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রুট মার্চে আসানসোলে দেখা গেলো অভিনব ছবি। আসানসোলের মহিশিলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রুটমার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যদের। মহিলা সদস্যদের ব্যাটেলিয়ান আসানসোলের মহিশিলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রুটমার্চ করেছে।
আসানসোল: দিন দশেক পরে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন (Asansol Byelection)। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। সম্পন্ন হয়েছে ভোট কর্মীদের প্রথম দফার প্রশিক্ষণ। ইতিমধ্যেই আসানসোল লোকসভা কেন্দ্রে হাজির হয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছেন। অভিনব ভাবে প্রচার করতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীকে (Election Campaign)। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Satrughna Sinha) দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। অন্যদিকে আসানসোলের বিধায়ক তথা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। অন্যদিকে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত, তা বোঝাতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সঙ্গে থাকছেন স্থানীয় থানার আধিকারিকরাও। আর এই রুট মার্চে আসানসোলে দেখা গেলো অভিনব ছবি। আসানসোলের মহিশিলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রুটমার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যদের (Election Root march)। মহিলা সদস্যদের ব্যাটেলিয়ান আসানসোলের মহিশিলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত রুটমার্চ করেছে।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগামী ১২ এপ্রিল (Asansol Byelection)। এখন যেমন জোরকদমে প্রচার চলছে, তেমনভাবেই জোরকদমে বিভিন্ন জায়গায় চলছে রুটমার্চ। তেমনই রুটিন রুটমার্চ হয়েছে আসানসোলের মহিশিলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত। কিন্তু এদিনের রুটমার্চে ধরা পড়েছে অচেনা ছবি। দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যরা রুট মার্চ চালাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর পোশাক পড়ে, কাঁধে রাইফেল নিয়ে এলাকা পরিদর্শন করছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যরা (Women Force)। উল্লেখ্য, এখানে কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যদের সঙ্গে ছিলেন স্থানীয় থানার মহিলা পুলিশকর্মীরা। উপ নির্বাচনকে কেন্দ্র করে মহিলা সদস্যদের এই রুট মার্চের ছবি নজর কেড়েছে সবার।
advertisement
প্রসঙ্গত, উপ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর, মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ শুরু করেছেন। লোকসভা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে চলছে রুট মার্চ। নির্বাচন কমিশন ভোটারদের আশ্বস্ত করতে চাইছে, মানুষ যেন নিশ্চিন্তে ভোট দিতে যান, যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন (Asansol Election)। আর তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্বাভাবিকভাবেই আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রুট মার্চ চলছে। লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় চলছে এই রুট মার্চ। সঙ্গে থাকছেন স্থানীয় থানার পুলিশ কর্মীরা। তেমনই এক রুটিনমাফিক রুট মার্চে ধরা পড়েছে অসাধারণ ছবি।
advertisement
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
April 02, 2022 1:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: জলপাই পোশাকে, রাইফেল কাঁধে রাস্তায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যদের