West Bardhaman News- শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে আসানসোল কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

Last Updated:

মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা গেল আসানসোলের বিভিন্ন এলাকায়

+
চৌরঙ্গী

চৌরঙ্গী ফাঁড়ি এলাকায় পুলিশের রুটমার্চ।

#পশ্চিম বর্ধমান- সপ্তাহ দুয়েক পরেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। জয় নিশ্চিত করতে জোরকদমে প্রচার চালাচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হয়েছে। বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্রিয় রয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কর্মীরা। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে দুজন জেনারেল অবজারভার নিয়োগ করা হয়েছে। নিয়োগ করা হয়েছে একজন পুলিশ অবজারভার। যারা পুরো নির্বাচন প্রক্রিয়ার দিকে নজর রাখবেন। তাছাড়াও আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা গেল আসানসোলের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার সকালে কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গী ফাঁড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। চৌরঙ্গীর বিভিন্ন গ্রামে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের সঙ্গে ছিলেন কুলটি থানা এবং চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিকরা।
advertisement
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ চালাচ্ছেন। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। যাতে নির্বাচনের দিন কোনরকম অশান্তি না হয়, তার জন্য বিশেষভাবে সক্রিয় রয়েছেন পুলিশকর্মীরা। কোন বহিরাগত ঢুকে যাতে কোনো অশান্তি সৃষ্টি করতে না পারে, তার জন্য শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আসানসোল ঝাড়খণ্ড সীমান্তে নিয়মিত নাকা চেকিং করা হচ্ছে। যেখান থেকে নাকা চেকিংয়ের সময় প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে রুট মার্চ করছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে আসানসোল কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement